আমাদের কথা খুঁজে নিন

   

দলবিরোধী মন্তব্য করায় শতাব্দী ও তাপসকে শোকজ

দলবিরোধী কথা বলার অভিযোগে কারণ দর্শাও নোটিশ পেয়েছেন তৃণমূলের তিন সংসদ সদস্য তাপস পাল, শতাব্দী রায় এবং কুণাল ঘোষ। গতকাল শুক্রবার দুপুরে মধ্য কলকাতায় এক অনুষ্ঠানে দলের আর এক সংসদ সদস্য সোমেন মিত্রের সামনেই তারা দলের সাম্প্রতিক কাজকর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ঘটনাটিতে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় খুবই বিরক্ত বলে জানা গেছে। ওই তিন সংসদ সদস্যের বিরুদ্ধে শীঘ্রই কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। এরপরই সন্ধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় জানান, দলবিরোধী বক্তব্য পেশ করায় তিন সংসদ সদস্যকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হচ্ছে।

এদিকে, তাপস পাল অভিযোগ করেন, তিনি দলে যোগ দেওয়ার পরে যারা তাকে এক ঘরে করে রেখেছিলেন, তারাই এখন দলে ছড়ি ঘোরাচ্ছেন। শতাব্দী বলছেন, তৃণমূলে সম্মান নিয়ে কাজ করা যাচ্ছে না। নানা বাধার সম্মুখীন হতে হচ্ছে। আর কুণাল বললেন, তিনি তৃণমূলে এসেছিলেন দলটাকে একটা পরমাণু ভেবে, যা মানুষের জন্য কাজ করবে। কিন্তু এখন দেখছেন দলটা পরমাণু বোমা হয়ে গিয়েছে।

একে নিষ্ক্রিয় করা দরকার। সারদা কাণ্ডের সিবিআই তদন্তের দাবিও জানান তিনি।  মুকুল রায় জানালেন, দল কঠোর অবস্থান নিতে চলেছে। কারণ বহু মানুষের রক্তের বিনিময়ে আমাদের দল তৈরি হয়েছে। সেই দলে থেকে কেউ যদি মানুষের সঙ্গে বেইমানি করে, তবে দলকে কঠোর ব্যবস্থা নিতেই হবে।

অন্যদিকে, তিন সংসদ সদস্যের দাবি, কারণ দর্শাও নোটিশ পাঠানোর সিদ্ধান্ত সম্পর্কে দলীয় সূত্রে তাদের কিছু বলা হয়নি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.