স্কুবা ডাইভিং হলো পানির নিচে ডাইভ দেওয়া। তবে পানির নিচে ডাইভ দেওয়ার অনেক উপায় রয়েছে। সেক্ষেত্রে স্কুবা ডাইভিং হলো নিজে বহনযোগ্য শ্বাসপ্রশ্বাস নেওয়ার যন্ত্রের সাহায্যে পানিতে ডাইভ দেওয়া।
ডাইভ দেওয়ার অন্যান্য উপায়ের মধ্যে রয়েছে দম আটকে রেখে ডুব দেওয়া বা পাইপ জাতীয় যন্ত্রের সাহায্যে পানির ওপর থেকে ডুবুরিকে নিঃশ্বাসের বাতাস সরবরাহ করা ইত্যাদি। তবে স্কুবা ডাইভার নিজেই নিজের নিঃশ্বাসের অঙ্েিজন সিলিন্ডারে করে বহন করে।
এটি তাকে পানির নিচে অনেকটা নিশ্চিন্তে ঘোরাফেরা এবং স্বকীয়ভাবে কাজ করার স্বাধীনতা দেয়।
স্কুবা ডাইভিং সরঞ্জামগুলো ওপেন সার্কিট বা ক্লোজ সার্কিটও হতে পারে। ওপেন সার্কিট সরঞ্জামগুলো শ্বাস নেওয়ার পরে প্রশ্বাসের গ্যাস পানিতে ছড়িয়ে দেয়। অপরদিকে ক্লোজ সার্কিট যন্ত্রগুলো প্রশ্বাসের বাতাস থেকে কার্বন ডাই-অঙ্াইড অপসারণ করে অঙ্েিজন যোগ করে পুনরায় শ্বাস-প্রশ্বাসের কাজে ব্যবহার করা হয়। স্কুুবা ডাইভাররা পানির নিচে চলাফেরা করার সুবিধার জন্য মাছের লেজের মতো পায়ে এক ধরনের রাবার বা প্লাস্টিক নির্মিত লম্বা জুতা পরে নেয়।
একে সুইমফিন বলে। এর বাইরে ডুবুরির অতিরিক্ত গতির প্রয়োজন হলে ডাইভার প্রপালশন ভেহিকেল বা এক বিশেষ প্রকারের ব্যাটারিচালিত ডুবোজাহাজ ব্যবহার করে থাকে। বিশ্বজুড়ে স্কুবা ডাইভিং অবকাশযাপনের একটি জনপ্রিয় মাধ্যম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।