আমাদের কথা খুঁজে নিন

   

কেন্দুয়ায় গৃহবধূর আত্মহত্যা

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে মরিয়ম (২৬) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে।
 
গতকাল সন্ধ্যায় উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। মরিয়ম একই ইউনিয়নের কুতুবপুর গ্রামের সুরুজ মিয়ার মেয়ে।
 
মরিয়মের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়,  কুতুবপুর গ্রামের সুরুজ মিয়ার মেয়ে মরিয়মের সঙ্গে একই ইউনিয়নের রাজনগর গ্রামের জহিরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই মরিয়মের স্বামী জহিরুল ইসলাম তার উপর অমানবিক শারীরিক নির্যাতন চালাত।
 
এরই জের ধরে শনিবার মরিয়ম বিষপান করলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 
এ ব্যাপারে কেন্দুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল উদ্দিন তালুকদার জানান, খবর পেয়ে মরিয়মের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা মর্গে পাঠানো হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.