আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইন আর্নিং এবং আউটসোর্সিং নিয়ে দিনব্যাপী কর্মশালা

অনলাইন আর্নিং এবং আউটসোর্সিং নিয়ে দিনব্যাপী কর্মশালা  
 
অনলাইন আর্নিং এর বিভিন্ন বিষয় সম্পর্কে অনেকেই অবগত ।   তবে নতুনদের জন্য এটি বরাবরের মতই নতুন।   তাই তাদের জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস ।   কিছু সময় জানা, বুঝা এবং করার মধ্য দিয়ে পার করতে চাচ্ছি । আপনিও তাতে অংশ নিতে পারেন ।

  টেকটিউনস এর বন্ধুদের আমি এতদিন কিছু শিখানোর চেষ্টা করেছি, কতটুকু পেরেছি জানিনা, তবে এটাকে আরো কার্যকরী করার জন্য এবার হাতে কলমে কিছু সময় ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছি ।   যা কাজের ক্ষেত্রে সহায়ক ভুমিকা পালন করবে বলে আমি আশাবাদী ।   সকল বন্ধুদের  জানানোর প্রয়োজনীয়তা অনুভব করেছি বলেই এ পোস্টটি করা ...
 
আগামী ২৭/০৯/২০১৩ইং রোজ শুক্রবার অনলাইন আর্নিং এর বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে ১টি দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে । উক্ত কর্মশালায় ব্লগিং, এসইও, গুগল এডসেন্স, অনলাইন মার্কেটপ্লেস, এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে দিক নির্দেশনাসহ হাতে কলমে বেসিক বিষয়গুলো শিখিয়ে দেয়া হবে । পাশাপাশি সরবরাহ করা হবে সহকারী টুলস সামগ্রী সমূহ ।

 
রেজিষ্ট্রেশন ফী : ৫০০ টাকা । (দুপুরের লাঞ্চসহ) 
কর্মশালার সময় : সকাল ১০.০০টা থেকে বিকাল ৫.০০টা ।  
দুপুর ১.০০টা থেকে ২.০০টা বিরতি ।  
রেজিষ্ট্রেশনের শেষ তারিখ ২৬/০৯/২০১৩ইং রোজ বৃহস্পতিবার ।  
স্থান : ১৪/গ( ২য় তলা), রিং রোড আরএফএ এসোসিয়েটস লিঃ, 
শ্যামলী ওভার ব্রীজ সংলগ্ন, শ্যামলী, ঢাকা ।

 
আয়োজনে : আরএফএ এসোসিয়েটস লিঃ ।  
মোবাইল- ০১৬১৮৭৪৭২০২, ০২৯১৪৬৫৮২
 
সদয় অবগতির জন্য প্রকাশকৃত...
 
সবাইকে ধন্যবাদ ।
 
অনলাইন আর্নিং এবং আউটসোর্সিং
 

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।