পাঁচ দিন অবরুদ্ধ থেকে মুক্ত হওয়ার পর আবারও অবরুদ্ধ হলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী। এবার তাঁকে অবরুদ্ধ করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। চাকরি স্থায়ীকরণের দাবিতে তাঁরা উপাচার্যের কক্ষের প্রধান ফটকে তালা লাগিয়ে বাইরে বিক্ষোভ শুরু করেছেন।
উপাচার্য বলেছেন, তিনি আর পারছেন না। তিনি আর চাকরি করবেন কি না, তা ঠিক করতে তিনি সরকারের ‘উচ্চ পর্যায়ে’ কথা বলবেন।
আগামীকাল সোমবার শিক্ষকদের দুই মাসের বকেয়া বেতন দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়ার পর গতকাল শনিবার গভীর রাতে উপাচার্য মুক্ত হন। কিন্তু আজ রোববার বিকেলে আবার তাঁকে অবরুদ্ধ করা হয়।
অবরুদ্ধ অবস্থায় মুঠোফোনে উপাচার্য এ কে এম নূর-উন-নবী প্রথম আলো ডটকমকে জানান, তিনি দাপ্তরিক কার্যালয়ে শিক্ষকদের বকেয়া বেতন প্রদানসংক্রান্ত কাজ করছিলেন। কাজ শেষে সন্ধ্যার দিকে নিচে নেমে বের হওয়ার সময় তিনি প্রধান ফটকে তালা দেখেন। পরে তিনি আবারও কক্ষে ফিরে যান।
উপাচার্য বলেন, ‘চাকরি করব কি না, সে ব্যাপারে আমি সরকারের উচ্চপর্যায়ে গিয়ে কথা বলব। গত পরশু দিন স্ত্রীকে ঢাকায় চলে যেতে বলেছি। ছয় দিন ধরে আমার পরনে একই কাপড়। আমার ডায়াবেটিস। আমার শরীরের অবস্থা ভালো না।
’।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।