তুমি বল! তোমার প্রতিপালক প্রভুর পক্ষ থেকে পূর্ণ সত্য সমাগত, অতএব কেউ চাইলে ঈমান আনতে পারে আবার কেউ চাইলে অস্বীকারও করতে পারে। (সূরা আল্-কাহাফ: ৩০)
ইয়াহু মেইল থেকে সাইন আউট করলে ইয়াহুর মেইন পেজে চলে যায়। সেখানে সবসময়ই অনেক সংবাদ থাকে। আজ এমন একটি সংবাদ পেলাম যেটা মনে দাগ কাটল খুব গাঢ়ভাবে। সংবাদটি পড়ার পর আমার মনে হয় প্রত্যেক খোদাভীরুর মনেই দাগ কাটবে।
সংবাদটি জিহাদ সম্পর্কে। আমার প্রশ্ন, নবী নেতা হযরত মুহাম্মদ (স.) কি এই জিহাদ করেছেন? তিনি (স.) কি এই জিহাদ করার জন্য তার উম্মত কে নির্দেশ দিয়েছেন? আমি তো জানতাম, রাসূল (স) তাঁর এক হাদীসে বলেছেন, প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদই সবচেয়ে উত্তম জিহাদ।
উত্তর আপনারা দিবেন, আপাতত ভূমিকা আর না বাড়িয়ে নিউজের লিংকটি দিচ্ছি মূল সোর্স থেকে:
Click This Link
ইয়াহু নিউজের লিংকটি নিম্বরূপ:
Click This Link
এতটা জটিল পর্যায়ে না গেলেও, বাংলাদেশেও জিহাদের ধারণা নিয়ে বহুরকমের তত্ত্ব আছে। ফলে প্রায়সময়ই সংবাদে আসে জিহাদী বই, লিফলেট সহ ধরা পরা তথাকথিত ইসলামী চরমপন্থীদের ছবি। আমার মনে হয়, এখনই সময় সাবধান হওয়ার... আমার মনে কোন সন্দেহ নেই (এবং বলা বাহুল্য কখনোই ছিল না) এটাই আখেরী যামানা।
তবে যেহেতু অনেকেরই সন্দেহ আছে তাই এই নিয়ে ব্লগটি লিখলাম।
বাংলাদেশে যে জিহাদের অপব্যাখ্যা করা হচ্ছে, এর বিরুদ্ধেও অনেকেই লেখালেখি করছেন। এরকমই একটি ব্লগ আপনাদের সাথে আজ শেয়ার করে আমার এই ব্লগ শেষ করছি:
http://islamshanti.wordpress.com/
আপনার মতামত জানাতে ভুলবেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।