আমাদের কথা খুঁজে নিন

   

লিব্রে অফিস ফ্রি সফটওয়্যার বা ওপেন সোর্স

টেকটিউনস এ এটা আমার প্রথম লেখা কোন ভুল এুটি হলে ক্ষমা করবেন। আমরা এখন কম্পিটার জগতের বাসিন্দা কম্পিটার ছাড়া আমাদের চলেই না। আর কম্পিটার এর জন্য আমারা অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি । আমরা যে সব সফটওয়্যার ব্যবহার করে থাকি তার বেশির ভাগই  সফটওয়্যার এর লাইসেন্স লাগে যে গুলো লাইসেন্স আমরা কিনে ব্যবহার করতে পারি না কারন আমাদের দেশ এত গরিব যে যেখানে মানুষ ভিক্ষা করে ভাত খেতে হয় সেখানে এত টাকা দিয়ে লাইসেন্স কিনে সফটওয়্যার ব্যবহার করবে। কিন্তু আমাদের মত গরীব দেশের মানুষদের জন্য কিছু সফটওয়্যার কোম্পানি আছে যারা আমাদের জন্য ফ্রি সফটওয়্যার ব্যবহার করার সুযোগ দেয়।

ফ্রি সফটওয়্যার বা ওপেন সোর্স  কি তা আমার থেকে আপনারা ভাল জানবেন । আমি সিএসই এর ছাএ আমার প্রথম ক্লাসে ফ্রি সফটওয়্যার বা কপিরাইট সফটওয়্যার বিষয়ে স্যার বলেছিলেন কপিরাইট সফটওয়্যার হল চুরি করা সফটওয়্যার যেগুলো আমরা লাইসেন্স চুরি করে ব্যবহার করে থাকি এবং সাথে করে ভাইরাস ফ্রি পেয়ে থাকি আ
র ফ্রি সফটওয়্যার হল মুক্ত সফটওয়্যার যেগুলো ব্যবহার করতে কোন বাধা নিষেধ নেই কোন প্রকার লাইসেন্স লাগে না  ফ্রি সফটওয়্যার বিষয়ে আরও জানতে উইকিপিডিয়ায় দেখতে পারেন লিংক ( ফ্রি সফটওয়্যার )। তাই বলি যতটুকু পারেন ফ্রি সফটওয়্যার ব্যবহার করুন । আজ আপনাদের জন্য একটি ফ্রি সফটওয়্যার যা আমদের সব সময় লেখালেখি করতে দরকার লাগে এমন একটি ফ্রি সফটওয়্যার যা মাইক্রোসফট ওয়ার্ড এর বিপরী
তে কাজ করবে যার নাম লিব্রেঅফিস ডাউনলোড করুন এখান থেকে (লিব্রেঅফিস) । আজ এই পর্যন্ত ভাল থাকবেন।


লিব্রেঅফিস
আরও ফ্রি ওয়্যার সফটওয়্যার ডাউনলোড করতে আপনাদের জন্য আমার এই সাইট (CosMos) ভাল লাগলে ঘুরে আসবেন আমি জোর করছি না কারন আবার অনেকে ভেবে নিবেন আমি আমার সাইটের এড এর জন্য ব্যবহার করছি । না আমি এড এর জন্য ব্যবহার করছি না আমি আপনাদের উপকারের জন্য ব্যবহার করছি । আবারও বলছি কোন ধরনের ভুল  হলে ক্ষমা করবেন ।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.