রোববার ক্লাবের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, "প্রধান কোচ পাওলো ডি কানিওর সঙ্গে সান্ডারল্যান্ডের ছাড়াছাড়ি হয়ে গেছে। নতুন স্থায়ী কোচ নিয়োগ করা নিয়ে পরে ঘোষণা দেয়া হবে।"
শনিবার ওয়েস্ট ব্রমউইচ আলবিওনের কাছে ৩-০ গোলে হারার পর ইতালির এই কোচকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ। মৌসুমের প্রথম পাঁচ ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সবচেয়ে নিচে আছে দলটি।
গত মার্চে নিয়োগ পাওয়ার পর ১৩ ম্যাচে মাত্র তিনটিতে দলকে জেতাতে পেরেছিলেন ৪৫ বছর বয়স্ক কানিও।
শনিবারের ম্যাচ হারার পর সান্ডারল্যান্ড সমর্থকরা তাকে গালাগালি করে। তবে ম্যাচ শেষে খারাপ ফলের জন্য খেলোয়াড়দের দায়ী করেছিলেন কানিও।
সান্ডারল্যান্ডের সাবেক মিডফিল্ডার কেভিন বল আপাতত দলের দায়িত্ব নিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।