আমাদের কথা খুঁজে নিন

   

কোন Softwear ছাড়াই ইন্টারনেটের ইস্পিড বাড়িয়ে নিন ১০০%

মাত্র লেখা শুরু করলাম !! আমরা ইন্টারনেটের স্পিড বাড়ানোর জন্য অনেকেই অনেক সফটওয়্যার ব্যবহার করে থাকি । আমি এখন আপনাদের যে টিপসটি দিব তা দিয়ে সফটওয়্যার ছাড়াই ইন্টারনেটের স্পিড বাড়াতে পারবেন । তাহলে আর কথা না বাড়িয়ে কাজে চলে যায় । ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা ইন্টারনেটের স্পিড ৮০% কে বাড়িয়ে ১০০% করবো । > যেভাবে করবেনঃ . . . Increase your PC speed from 80% to 100% . Follow process step by step: ==>স্টার্ট মেনু থেকে Run এ ক্লিক (click) করুন।

==>gpedit.msc টাইপ করে এন্টার দিন । (type – gpedit.msc & Enter)) ==>তারপর group policy editor ওপেন হবে । ==>Local Computer Policy ==>Computer Configuration ==>Administrative Templates ==>Network ==>QOS Packet Scheduler ==>Limit Reservable Band width Limit Reservable band width এ ডাবল ক্লিক করুন । এটা not configure করা থাকবে। এটা ENABLE (it) করুন, এখন Band width limit % এ গিয়ে ০ লিখে দিন।

OK করে বের হয়ে আসুন। এখন তাহলে আর আপনার কম্পিউটারে আর ২০% স্পিড রিসার্ভ করা থাকবে না । চেষ্টা করুন, ইনশাআল্লাহ হয়ে যাবে। ইতিপূর্বে বিভিন্ন সফটওয়্যার দ্বারা অনেকে হয়তো ইন্টারনেট স্পিড বাড়িয়েছেন । কিন্তু ইন্টারনেট স্পিড বাড়লেও পিসি কিছুটা স্লো হয়ে যায় ।

>> মনে রাখবেন পিসিতে যত কম সফটওয়্যার ইন্সটল করবেন পিসির উইন্ডোজ তত ভাল Performance দিবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।