সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি কোচ লোডডিক ক্রুইফ। টুর্নামেন্ট শেষে ২/৩ জন খেলোয়াড়ের ব্যাপারে এতটা নাখোশ ছিলেন যে সাংবাদিকদের সামনে বলেই ফেলেছিলেন ঢাকায় গিয়ে সভাপতির কাছে ওদের বিরুদ্ধে লিখিতভাবে নালিশ করব। এদের মধ্যে মধ্যমাঠের খেলোয়াড় জাহিদ হোসেনের নামই বেশি উচ্চারিত হচ্ছিল। গতকাল এ জাহিদই তদন্ত কমিটির কাছে নিজের জবানবন্দি দিয়েছেন। তিনি একা নন, স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনিও জবানবন্দি দেন।
তবে আগ্রহটা ছিল জাহিদকে ঘিরেই। তদন্ত কমিটির সঙ্গে কথা শেষে জাহিদকে তেমন মন মরা মনে হয়নি। তিনি বলেছেন, যা বলা দরকার তাই কমিটির কাছে বলে এসেছি। কি বললেন? জাহিদ বলেন, অবশ্যই আগের তুলনায় এবারে আমরা ভালোই প্রস্তুতি নিয়েছি। সত্যি বলতে কি বাফুফে কোনো কিছুরই ঘাটতি রাখেনি।
তবে দুর্ভাগ্য বলতে হয়, টুর্নামেন্টের সময় ইনজুরি যেন আমাদের পেয়ে বসে। একাধিক ফুটবলার এই অবস্থায় মাঠে নামি। তাছাড়া ভারত ও পাকিস্তানের কছে আমরা শেষ মুহূর্তে গোল খেয়েছি। সুতরাং কপাল খারাপ থাকলে ভালো ফল আর কিভাবে আসবে বলেন। রনিও একই কথা বলেছেন, ইনজুরিটাই মূলত আমাদের শেষ করে দিয়েছে।
সামনে কি করা যায় সে পরিকল্পনা এখনই নেওয়া উচিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।