আমাদের কথা খুঁজে নিন

   

নাগরকোট [ নেপাল ]

গ্রামটির বৈশিষ্ট্য হলো পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে অবস্থিত। এখানকার মানুষেরা নিচের দিকে তাকিয়ে মেঘ দেখতে পারেন। পৃথিবীর সবচেয়ে বড় পবর্তশৃঙ্গের প্রতিবেশী এই গ্রামটির নাম 'নাগরকোট'। নেপালের নাগরকোট গ্রামটি ভূমি থেকে ২১৯৫ মিটার বা ৭২০০ ফুট উচ্চতায় অবস্থিত। এখানকার লোকজন ঘুম থেকে ওঠে দরজা খুললেই দেখতে পায় খণ্ড খণ্ড ভাসমান মেঘগুলো।

ঐতিহ্যবাহী এ গ্রামটিতে বর্তমানে ৩৫০০ জন আদিবাসী বাস করে। পর্বতে কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে গ্রামটির বাসিন্দারা। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ২০ মাইল পূর্বদিকে অবস্থিত গ্রামটির মনোমুঙ্কর সৌন্দর্য চোখে পড়ার মতো। পৃথিবীর অন্যান্য গ্রামে বসবাসকারী মানুষজন যেখানে মাঠ থেকে আকাশকে দেখে, সেখানে নাগরকোটের বাসিন্দারা নিচে তাকিয়ে আকাশ দেখে। ঠিক যেন স্বর্গের অপার সৌন্দর্য অনুভব করার মতো অবস্থা।

এখানকার আদিবাসীরা পাহাড়ের বুকে টেরাকোস্টা কেটে এক একটি বাড়ি তৈরি করেছে। পাহাড়ের সরু ও উঁচু-নিচু ঢালুপথ দিয়ে চলাচলে খুবই দক্ষ এই গ্রামের সাধারণ মানুষ। শিশুরা বড়দের পাশাপাশি কাজে অংশগ্রহণ করে থাকে। মানুষজনের জীবনধারা অত্যন্ত সাদামাটা হলেও প্রশান্তিতে ভরপুর প্রতিটি বাসিন্দার মুখই বলে দেয় কতটা আনন্দের জীবনযাপন করছে তারা। জীবিকা নির্বাহের জন্য পাহাড়ের ঢালে খাদ্যশস্য উৎপাদন করে তারা।

খুব কম বসতি হওয়ায় এখানকার বাসিন্দারা প্রত্যেকের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.