আমাদের কথা খুঁজে নিন

   

বেল নাকি সস্তা!

বার্সেলোনার কোচ জেরার্দো মার্তিনোর মতে, বিশ্ব মন্দার বাজারে একজন খেলোয়াড়ের জন্য বিশাল অংকের মূল্য দেয়াটা কখনই যৌক্তিক হতে পাতে পারে না। রিয়ালের সহাকারী কোচ জিনেদিন জিদানের মতে তো কোনো ফুটবলারের দামই এত হওয়া উচিত নয়। অনেকে আবার দামের তুলনায় বেলের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
তবে পেরেজ কোনো সমালোচনারই ধার ধারলেন না। ট্রান্সফার ফি’র বিশ্ব রেকর্ড গড়ে বেলকে কেনার পক্ষে যুক্তি হিসেবে তিনি বলেন, “বেশ সস্তাতেই আমরা বেলকে মাদ্রিদে আনতে পেরেছি।


স্পেনের একটি রেডিও স্টেশনকে রিয়াল সভাপতি বলেন, “সেরা খেলোয়াড়কে দলে ভেড়ানো মাদ্রিদের (রিয়াল) প্রধান একটা দর্শন। আর এই গ্রীষ্মে বেল ছিলেন সেরা খেলোয়াড়। তাকে পাওয়ার ব্যাপারে দুই বছর ধরে আমরা চেষ্টা করছি। ”
রিয়ালের জার্সিতে ইতোমধ্যে অভিষেক হয়েছে ওয়েলসের ফরোয়ার্ড বেলের। দলটির হয়ে প্রথম ম্যাচে গোলও করেছেন তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।