আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে শেষ ঠিকানা জুরাইন হল ঠাঁই

আমাদের ঘামে তোমাদের এই শহর আমাদের রক্তে তোমাদের এই নগর তবুও আমাদের আজ কোন মূল্য নাই তবুও আমাদের আজ কোন ঠিকানা নাই নাই নাই নাই, তবুও ধন্যবাদ জানায় অবশেষে শেষ ঠিকানা জুরাইন হল ঠাঁই।। ধন্যবাদ হে রাষ্ট্র, ধন্যবাদ হে সরকার ধন্যবাদ ছাড়া আর কি আছে দেবার জানিতো আছে তোমাদের অধীকার হয় পুড়িয়ে মারার নয়তো পিষিয়ে মারার তোমাদের কাছে আজ আমাদের প্রয়োজন নাই নাই নাই নাই, তবুও ধন্যবাদ জানায় অবশেষে শেষ ঠিকানা জুরাইন হল ঠাঁই।। জানিতো এই দেশ নয়তো আমার আমাদের জুটেনা তায় দু'বেলা আহার তোমাদের মেশিন চালায় শেকল বেঁধে পায় তবুও আমাদের বেচেঁ থাকার নিশ্চয়তা নাই নিরবে নিষচুপে তায় জানালাম বিদায় আমাদের আজ বেঁচে থাকার অধীকার নাই নাই নাই নাই, তবুও ধন্যবাদ জানায় অবশেষে শেষ ঠিকানা জুরাইন হল ঠাঁই।।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।