ডিমের ওমলেটে পেঁয়াজ না দেওয়ায় ক্রেতার রিভলভারের গুলিতে এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্চা লড়ছেন হকার দীপু কাশ্যপ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভারতের লৌখনো থেকে ২৬৫ কিলোমিটার দূরে এটোয়ার কাছে আলিগঞ্জ এলাকায়। সাত সকালে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে।
এলাকার কুখ্যাত অপরাধী পুজারির নামটি শুনলেও চেহারাটা তার পরিচিত ছিল না।
তাইতো কাশ্যপ না চিনেই বলে বসেছিল এত দামের পেঁয়াজতো আমরা কিনতেই পারছি না। আপনাকে দেব কিভাবে? আর বেশি কিছু বলতে হয়নি তার। পুজারির জবাব- "কিঁউ নেহি দেগা রে তু? মুফতে মে তো নেহি। পয়সা নেহি লেগা ক্যয়া?" এরপরই পেটে দু-দুটো গুলি খেয়ে স্থানীয়দের ধরাধরিতে সোজা জায়গা হয় হাসপাতালে।
অপরাধী পুজারি রেলের ওয়াগন ব্রেকার হিসেবে এলাকায় কুখ্যাত।
পুলিশের খাতায়ও তার নামটি বেশ ভালভাবেই লেখা আছে। আগ্রার আইজি আশুতোষ পাণ্ডে জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবে খুনের চেষ্টা, হামলা ও তোলাবাজির অভিযোগ আনা হয়েছে পুজারি ও তার দলবলের বিরুদ্ধে। অপরাধীদের শীঘ্রই গ্রেফতার করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।