আমাদের কথা খুঁজে নিন

   

ব্ল্যাকবেরিকে কিনে নিল ফেয়ারফ্যাক্স

কানাডার ফোন কোম্পানি ব্ল্যাকবেরি'র বড় অসময় যাচ্ছে। আর এরই মধ্যে ব্ল্যাকবেরিকে কিনে নিল ফেয়ারফ্যাক্স।

কোম্পানিটি ৪৭০ কোটি মার্কিন ডলারে কার্যত প্রাণ ফিরে পেতে চলেছে। আর এই গোটা বিষয়টির স্থপতি হলেন প্রেম ওয়াটসা। ফেয়ারফ্যাক্সের মালিক।

একসময়ের ভারতের হায়দারাবাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ার।

ব্যাপক আর্থিক ক্ষতি আর বাজারে ক্রমশ কমতে থাকা চাহিদার কারনে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ।

তবে শেষপর্যন্ত ব্ল্যাকবেরির সবথেকে বড় শেয়ার হোল্ডার ফেয়ারফ্যাক্সে রক্ষা। ফেয়ারফ্যাক্সের মালিক প্রেম ওয়াটসা ছিলেন ব্ল্যাকবেরির কোম্পানির বোর্ড সদস্য। গত আগস্টেই সেই পদ থেকে ইস্তফা দেন তিনি।

তারপর থেকেই সম্ভবত নীরবে ধুঁকতে থাকা ব্ল্যাকবেরির দিকে হাতটা বাড়াতে শুরু করেন প্রেম ওয়াটসা।

এখন দেখার বিষয় ফেয়ারফ্যাক্সের হাত ধরে ব্ল্যাকবেরির সুদিন আসে কিনা।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.