প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পর ইংলিশ ফুটবলের তৃতীয় গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এই লিগ কাপ, যা পৃষ্ঠপোষকের নামে এখন ক্যাপিটাল ওয়ান কাপ নামে পরিচিত।
এই টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের শুরু থেকে অতিথিদের ওপর মারাত্মক চাপ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিল না ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে অবশেষে ম্যান সিটিকে ৩৩ মিনিটে এগিয়ে নেন স্ট্রাইকার এদিন জেকো।
দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে বদলি হিসেবে নামা ইয়াইয়া তোরের দারুণ ফ্রি-কিক প্রতিপক্ষের জাল খুঁজে পাওয়ার আগে ৬০ মিনিটে ব্যবধান বাড়ান আরেক স্ট্রাইকার স্টেফান জভেটিচ।
গত রোববার প্রিমিয়ার লিগের খেলায় ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-১ গোলে গুড়িয়ে দেয়া ম্যান সিটির পক্ষে ৮৩ মিনিটে মন্ট্রেনেগ্রোর স্ট্রাইকার জোভেটিচ ও ৮৬ মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার জেসুস নাভাস চতুর্থ ও পঞ্চম গোলটি করেন।
প্রতিপক্ষের মাঠ লন্ডনের ক্রাভেন কলেজে ১১ মিনিটের মাথায় স্টিভেন নাইস্মিথের গোলে এগিয়ে যায় ইংলিশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ স্থানে খাকা এভারটন।
দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে বুলগেরিয়ান স্ট্রাইকার দিমিত্রি বারবাতোভের গোলে সমতা আনে ফুলহাম।
৬৭ মিনিটে ড্যারেন ব্রেন্টের লক্ষ্যেভেদে এগিয়েও যায় ফুলহাম। কারাগনিয়াসের দ্রুত নেয়া ফ্রিকিক থেকে বল পেয়ে বাঁপায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন ব্রেন্ট। তাতেই দ্বিতীয় রাউন্ড থেকে এভারটনের বিদায় নিশ্চিত যায়।
দিনের অন্য খেলায় প্রিমিয়ার লিগের দল হাল সিটি ১-০ গোলে হারিয়েছে হাডার্সফিল্ড টাউনকে। অতিরিক্ত সময়ে নরউইচ ৩-২ গোলে হারিয়েছে ওয়াটফোর্ডকে। একই ব্যবধানে ওয়েস্ট হাম ইউনাইটেড হারিয়েছে কার্ডিফ সিটিকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।