আমাদের কথা খুঁজে নিন

   

সুনি তা, সুনি তা এই সুনিতা

প্রত্যেক নাস্তিক ও তার নিজস্ব নাস্তিকত্বে আস্তিক,যেমন সকল নাস্তিক ই বলে আল্লাহ নাই ভগবান নাই,আমরা বান্দর থেইক্কা মানুষ হইছি ইত্যাদি কিন্তু এইটাও যে নাস্তিকতার আস্তিকতা সেইটা কি তারা বুঝে!!
সুনি তা, সুনি তা এই সুনিতা এই বুঝি ডাক পড়ল "সুনিতা" বলে সারাক্ষন মনটা এই ভাবনায় আছন্ন থাকে!কখন সে ডাকবে ভালবাসার ডাক,সুখের আহবান বিবাহিত জীবনের এই বড় প্রাপ্তি,তার আহবান আরা আমার সাড়া সুনি তা, সুনি তা এই সুনিতা জগতের সব কথামালার চাইতে সুন্দর কথা হল এই ডাক আমি তোমাকে ভালবাসি বলার চাইতেও মধুর এই আহবান। সব কিছু বলতে হয় না,কিছু বুঝে নিতে হয়,কিছু অনুভবে পাওয়া যায় সুমন তোমার অনুভূতি কি বলে তোমায়? আমার এই শাব্দিক পাওয়াকে সুমন তুমি কি জানো কত ভালোবাসি তোমার কন্ঠে আমার নামকে!
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।