আমাদের কথা খুঁজে নিন

   

আইম্যাকের আপডেট আনল অ্যাপল

নতুন মডেলের আইফোন ২০ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরুর পর এবারে ডেস্কটপ কম্পিউটার আইম্যাকের আপডেট আনার ঘোষণা দিয়েছে অ্যাপল।
আইম্যাকের এ নতুন সংস্করণে ইনটেলের তৈরি দ্রুতগতির চিপ ও ফ্ল্যাশ মেমোরি সমর্থনের সুবিধা যুক্ত করা হচ্ছে বলেই জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। সংবাদমাধ্যম ব্লুমবার্গ অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, নতুন আইম্যাকে ইনটেলের চতুর্থ প্রজন্মের কোয়াড কোড প্রসেসর যুক্ত করা হচ্ছে যা উন্নত গ্রাফিকস সুবিধা দেবে। এ ছাড়াও নতুন আইম্যাক দ্রুতগতির ওয়াই-ফাই সমর্থন করবে।


বাজার বিশ্লেষকেরা বলছেন, আইপ্যাড ও আইফোনের জনপ্রিয়তার কারণে আইম্যাকের জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছে। তবে অল-ইন ওয়ান ডেস্কটপ হিসেবে অ্যাপলের জন্য প্রচুর লাভ আনে আইম্যাক। ২০ সেপ্টেম্বর থেকে আইফোন বিক্রি শুরুর পর অ্যাপলে বিনিয়োগকারীদের সন্তুষ্ট করতে পেরেছে প্রতিষ্ঠানটি। ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে নতুন আইম্যাক বিক্রি শুরুর দিন অ্যাপলের শেয়ারের দাম ৫ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে।
অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার জানিয়েছেন, ডেস্কটপ কতো সুন্দর হতে পারে তার উত্কৃষ্ট উদাহরণ হচ্ছে আইম্যাক।

স্ক্রিনের মাপের ওপর নির্ভর করে নতুন আইম্যাক এক হাজার ২৯৯ মার্কিন ডলার থেকে এক হাজার ৯৯৯ মার্কিন ডলারে বিক্রি করার তথ্য জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। আইম্যাকের স্ক্রিনের মাপ হবে ২১.৫ ইঞ্চি ও ২৭ ইঞ্চি।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.