দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে বিরোধের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রামের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিসি)। মেডিকেল ও বিবিএ’র শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়ায় আমরা অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছি।
জানা যায়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের এক শিক্ষার্থীকে মারধর করে বিবিএ অনুষদের শিক্ষার্থীরা। এর জের ধরে আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিথুনকে মারধর করে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের ছাত্ররা। এরপর ক্যাম্পাসে দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ক্যাম্পাসে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।