আমাদের কথা খুঁজে নিন

   

নিউইর্য়কে ট্যাক্সি ড্রাইভারদের প্রথম মসজিদ

বিশ্বে ব্যাণিজিক রাজধানী হিসেবে খ্যাত নিউইর্য়ক সিটির ম্যানহাটনে বাংলাদেশী ট্যাক্সি ক্যাব ড্রাইভারদের অন্যতম সংগঠন বেসিক ইসলামিক সেন্টার (বিআইসি) এর উদ্যেগে আল্লার ঘর মসজিদ এর কার্যক্রম শুরু হয়েছে। সিটির জনবহুল এলাকা ম্যানহাটনের ৪৮ ডেল্যান্সি এভিনিউতে অবস্থিত মসজিদ গত ১২ জানুয়ারী ইশার নামাজের পর দোয়া মুনাজাতের মাধ্যমে আনুষ্টানিক ভাবে উদ্ধোধন হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা এমকে রহমান মাহমুদ। এর পূর্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো.আরিফুর রহমান সফিক , সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম মাছুম, উপদেষ্টা গোলাম সরোয়ার, আব্দুল খালেক, শামীম কাদেরী, কর্মকতা মুরাদ হোসেন, হামিদুল হক, মাওলানা জুনায়েদ কবির, আব্দুল হাকিম মিয়া, আবুল খায়ের মোল্লা, গোলাম নবী, শহীদুল ইসলাম মোল্লা, জয়নাল আবেদীন, আব্দুর রাজ্জাক, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক প্রমুখ। ।

নেতৃবৃন্দ সিটির ম্যানহাটনের মতো জায়গা মসজিদের কার্যক্রম শুরু করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহর অশেষ রহমত এবং বেসিক ইসলামিক সেন্টারের সকল সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় এমন মহৎ কাজ করা সম্ভব হয়েছে। এই সংগঠন প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল মসজিদ তৈরী করা। তারা বলেন, ক্যাব ড্রাইভারসহ সর্বসাধারণের সুবিধার্থে মসজিদ ২৪ ঘন্টা খোলা থাকবে। উল্লেখ্য, বেসিক ইসলামিক সেন্টার (বিআইসি)’র দিবা ও রাত্রে শাখায় চারশত জন সদস্য রয়েছে। নিউইর্য়কে ট্যাক্সি ক্যাব ড্রাইভারদের পরিচালনায় এটাই প্রথম মসজিদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।