আমাদের কথা খুঁজে নিন

   

গুগল সার্চ ইঞ্জিনের সাথে প্রতিযোগিতায় নামতেছে ফেইসবুক

একা এই জীবন সমুদ্রে চলছি আগে সার্চ ইঞ্জিন জগতে গুগল ছিল অপ্রতিদ্বন্দ্বী। গুগলের সেই সুসময় বুঝি শেষ হয়ে আসল। ইউজাররা এখন ফেইসবুকে শুধু নাম দিয়ে সার্চ দিতে পারে। গতকাল মার্ক জুকারবার্গ ফেইসবুকের নতুন সার্চ ইঞ্জিন 'গ্রাফ সার্চ' এর ঘোষণা দিলেন। এখানে সরাসরি হিউম্যান ল্যাঙ্গুয়েজে সার্চ দেয়া যাবে।

তবে সার্চগুলো অবশ্যই সোশ্যাল মিডিয়া সম্পর্কিত হওয়া লাগবে। ধরুন আপনি বানিজ্য মেলায় গেলেন। বানিজ্য মেলায় যাবার পর দেখতে চান কোন কোন ফ্রেন্ড এখন বানিজ্য মেলাতে আছে সেই জন্য ফেইসবুকে সার্চ দিলেন "who in my friendlist is in trade fair right now?" সার্চে গুগলের রাজত্ব ভাগ বসাতে যাচ্ছে ফেইসবুক। 'গ্রাফ সার্চ' এখনও বের হই নাই। অতি শীঘ্রই বেটা ভার্সন বের হবে।

বেটা ভার্সন এর জন্য ইউজাররা নিজেদের টিকেট নিশ্চিত করতে পারেন এই লিঙ্কে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.