আমাদের কথা খুঁজে নিন

   

ছোট একটি রোমান্টিক গল্প লেখার চেষ্টা করেছি,জানিনা কতটুকু পেরেছি —



এই যে মিস্টার, হা করে দড়িয়ে দাড়িয়ে কি দেখছেন? দেখেন না আন্টি একা সব তুলতে পারছে না! হেল্প করেন। -হুম -নেন এইটা নেন -আপনি নিচ্ছেন না কেন?! -এই যে নিলাম আন্টি,আপনার তো কষ্ট হচ্ছে। ওই দুইটাও দেন ওনার কাছে। -ও,হ্যালো! আপনি নিতে পারেন না?! -নাহ -কেন? -বিকজ ইউ আর এ ম্যান। -ইয়েস! ম্যান. নট সুপারম্যান -বাহ! ভালই কথা জানেন দেখছি! ওনাকে হেল্প করতে বলছি হেল্প করেন।

-করলাম তো। -হুম দেখছি - হুম দেখতে সুন্দর! -কে? -আকাশ - ভালো আপনি প্রতিদিন এইখানে বসেন কেন? আর জায়গা নাই!? -দেখব বলে! -কাকে? -নদীকে -!!!! আপনি আমার নাম জানলেন কিভাবে? -!!? ওইযে সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে দেখছেন না?! আমিতো ওইটার কথা বলছি -ও, ধ্যাৎ -আবার আসবেন। -কেন? -দেখব বলে। -কেন? ওইযে নদী বয়ে যাচ্ছে দেখেন! সারাদিন দেখেন! -" আমার একটা নদী ছিল জনলো নাতো কেউ"— গানটা সুন্দর না!? -আবার আসব। অবশ্যই আসব।

- !! ! ! ! এভাবেই প্রনয় হয়েছিল আমাদের। এই বেনচ টায় বসে। ঠিক তোমাদের মত। পার্কের বেনচে বসে থাকা সাগর আর মেঘকে বললেন বৃদ্ধ রফিক সাহেব।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।