সকলের মাঝেও আমি একা হলেও আমি বিষন্ন নই; আমি গর্বিত। আর আমার দূর্বলতাই আমার সবচেয়ে বড় শক্তি।
এটি একটি সাহায্যমূলক সাময়িক পোস্ট। আইটি অভিজ্ঞদের পরামর্শ চাই।
আমি ই ই ই থেকে পাশ করে একটি টেলিকমে চাকুরি করছি।
আমি আমার ক্যারিয়ারের উন্নতির জন্য কিছু কোর্স করতে চাই। কিন্তু, বুঝতে পারছি না দেশে অথিবা বিদেশে ভবিষ্যতের কথা চিন্তা করে কোন পথে গেলে ভালো হবে।
আমি জানি, ২টার কোনোটার সাথে তুলনা চলে না, কিন্তু আমি অভিজ্ঞদের কাছে এই ২টার ই ফিল্ড, সুযোগ, কাজের পরিধি , ক্রিয়েটিভিটির সুযোগ, উন্নতির সুযোগ ( বর্তমানে দেশে অথবা ভবিষ্যতে বিদেশে ক্যারিয়ার গড়তে ) ইত্যাদি সম্পর্কে জানতে চাই।
জানতে চাই, ওরাকল/ এসকিউএল কি বাসায় বসে নিজে নিজে করা সম্ভব? এজন্য বাংলায় কি ভালো বই আছে।
কিভাবে শুরু করবো? কোনটা করবো? প্লিজ, আমাকে কেউ গাইডলাইন দিয়ে সাহায্য করুন।
ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।