ধুর
অনেক সময় এমন হয় যে আপনি লিংক শেয়ার করতে চাইছেন, কিন্তু ফেসবুক আপনার লিংকটি ঠিক মত শেয়ার করতে দিচ্ছে না। হয়ত আপনার লেখার টাইটেল দেখায় না, না হয় আপনার লেখার ডেসক্রিপশন দেখায় না, আর সব থেকে বেশী যা হয়, তা হল ঠিক মত ছবিটার থাম্বনেইল দেখায় না।
অনেক সময় আমরা ধরেই নেই যে সমস্যাটি ঠিক করার কোন উপায় নেই। কিন্তু না, উপায় আছে, সেটি যেমন কার্যকর, তেমনই কম সময় সাপেক্ষ! মাত্র ২-৩ সেকেন্ডেই আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আসুন তাহলে দেখে নেই কি করতে হবে।
এর জন্য প্রথমেই আপনাকে যেতে হবে এই লিংক টিতে: এখানে ক্লিক করুন।
এখানে আপনার যেই লিংক টি সমস্যা করছে সেটি কপি করে পেষ্ট করুন এবং Debug বাটনে ক্লিক করুন। তাহলে Object Properties দেখাবে। এখানেই আপনি দেখে নিতে পারবেন যে আপনার লিংকের থাম্বনেইল, টাইটেল, লিংক, সাইটের নাম এবং মেটা সব কিছু দেখাবে। আর এটি দেখান মানেই হল আপনার কাজ শেষ।
পোস্টটি পড়ে কোন কিছু বুঝতে সমস্যা হলে বা আরও বিস্তারিত এবং স্বচিত্র টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন ।
আশাকরি পোষ্টটি আপনাদের উপকারে আসবে। উপকারে আসলে আমাদের সাইটে রেজিষ্ট্রেশন করে আপনার জানা সব কিছু শেয়ারের অনুরোধ থাকল।
ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।