আমাদের কথা খুঁজে নিন

   

তবু এই আমি অনেকের চক্ষুসুল

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। আমি তো আমার মতো কথা বলি নকল করিনা । আমার মতই চলি, ঠ্যাং যে ভাবে চলতে চায়, সেভাবে চলি, চেষ্টাচরিত্র করে কাউকে অনুসরণ করিনা।

আমার স্বর আমার মতোন, পৃথিবীর তাবৎ মানুষের চেয়ে ভিন্ন। প্রায়শ কারো সমালোচনা করিনা, ভুলেও কারো নামটাও উচ্চরণ করিনা, বোবার মতো পড়ে থাকি আর ফ্যাল ফ্যাল তাকাই, তবু আমার চলনের দোষ, আমার কথার স্বর কর্কস, আমার দৃষ্টি খারাপ, আমার গায়ের রঙ কালো, তবু আমি কারো কারো আতঙ্কের কারণ, অথচ আমি কারো পাকাধানে মই দেইনা- কারো বাড়িতে অতিথি হইনা, নষ্টিখস্টি কারো সাথে নেই। তবু এই আমি অনেকের চক্ষুসুল তবু এই আমি অনেকের খেলার পুতুল। ১৫। ০১।

২০১৩ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।