আমাদের কথা খুঁজে নিন

   

তিনমাস পর অপহৃতা কলেজছাত্রী উদ্ধার

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে অপহরণের সঙ্গে জড়িত তিন যুবককেও গ্রেপ্তার করা হয়।
শ্রীপুর মুক্তিযোদ্ধা কলেজের একাদশ শ্রেণির ওই ছাত্রীকে গত ৯ জুলাই অপহরণ করা হয়। ঘটনার পর সাতজনকে আসামি করে তার বড় ভাই শ্রীপুর মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর মডেল থানার এসআই জোবায়দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন খবর পেয়ে কদমতলী থানা পুলিশের সহায়তায় তারা অপহৃতাকে উদ্ধার করেছেন। এসময় অপহরণকারী নাজমুল, তার দুই সহযোগী স্থানীয় ইন্দ্রবপুর গ্রামের জনাব আলীর ছেলে মো. আলম ও ইমাম উদ্দিনকে গ্রেপ্তার কর হয়েছে।
মামলা এজাহারের বরাত দিয়ে শ্রীপুর থানার ওসি আমির হোসেন জানান, ঘটনার দিন বিকালে উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপায় নিজ বাড়ির পাশ থেকে নাজমুল ৮/১০জন সহযোগী নিয়ে এসে ওই ছাত্রীকে অপহরণ করে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।