আমাদের কথা খুঁজে নিন

   

TuneUp Utilities 2014 ফুল ভার্সন – সাথে প্রোডাক্ট কী । আপনার পিসিকে করবে গতিময়

আসসালামু ওয়ালাইকুম। সবাইকে জানাই আমার প্রাণঢালা শুভেচ্ছা। পরীক্ষার পর খুবই ব্যস্ত হয়ে পড়েছি। ব্যস্ততার কারনে টিউন করা হয়ে উঠছে না। কিন্তু নাড়ির টান কি আটকে রাখা যায়।

তাই আবার ও ফিরে এলাম। আজ আপনাদের জন্য নিয়ে আসেছি আপনার পিসির পারফরমেন্স বাড়িয়ে দেয়ার এক চমৎকার সফটওয়্যার Tune Up Utility 2014.
 
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি সফটওয়্যার যা সকলেই ভালো করে চিনেন ।
এর নাম Tuneup Utilities এটির কাজ অনেক তুচ্ছ মনে হতে পারে ।  এই সফটওয়্যার টি যে ব্যাবহার করেছেন সুধু সেই বলতে পারবেন এটি যে কি কাজের।
আমি আর নতুন কি বলব।

 তবে এটা জেনে রাখা ভালো। আপনার PC যত রকম প্রবলেম  তৈরি করে মোটামোটি ভাবে সব গোলাই নিয়ন্ত্রণ করে নেয় তার জন্য আপনাকে শুধু এই সফটওয়্যার টি ব্যাবহার করতে হবে এটি ব্যাবহার করা তেমন কঠিন না। শুধু ইন্সটল করে ব্যাবহার করুন।


 
 
এখানে এই সফটওয়্যারটি  Download করুন  এবং সিরিয়াল কী নিন ।
সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন।

আমরা তথ্য ও প্রযুক্তি (আই.টি) বিষয়ক একটি নতুন ব্লগ সাইট (সম্পূর্ণ বাংলায়) করেছি । Bangla Blog

এই সাইটের মাধ্যমে সবাই তথ্য ও প্রযুক্তির (আই.টি) জ্ঞান শেয়ার করতে পারবেন। এখানে আপনারা আই.টি বিষয়ক টিপস দিতে পারবেন। এই সাইটে বেসিক কম্পিউটার, ইলেক্ট্রনিক্স, ইন্টারনেট ইত্যাদি সহ অনেক বিভাগ রয়েছে। যেখানে আপনাদের আই.টি বিষয়ক যে কোন সমস্যার কথা এখানে লিখতে পারেন, এবং যাদের উক্ত সমস্যাটির সমাধান জানা আছে তারা সমাধানটি দিতে পারবে।

ফলে আমাদের সকলের মধ্যে আই.টি জ্ঞানের বিস্তার ঘটবে। প্রিয় বন্ধু কম্পিউটার এর কোন সমস্যা আমরা নিজেরাই সমাধান করতে পারবো। এই ভাবে আমরা আই.টির জ্ঞান ও বাড়াতে পারবো। সাইটটি সম্পূর্ন বাংলাতে তৈরী করা। ফলে এর ব্যবহার অতি সহজেই যে কেউ বুঝতে পারবে।

এই ব্যাপারে আপনাদের সাহায্য আমাদের একান্ত কাম্য। এর জন্য প্রথমে আপনাকে এই সাইটের সদস্য হতে হবে।
সদস্য মেনু এর নিচের সদস্য হোন বাটনে ক্লিক করে সদস্য তথ্যপ্রদান করে আপনি সদস্য হতে পারবেন।
আপনাদের সবাইকে আমাদের সাইটে আমন্ত্রন থাকলো। সবাইকে ধন্যবাদ।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.