আমাদের কথা খুঁজে নিন

   

সহায় যখন মুঠোফোন

বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদন সহজ করার চেষ্টা চলছে প্রতিনিয়ত। যার সর্বশেষ সংযোজন টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে মুঠোফোনে আবেদনপ্রক্রিয়া। খুদে বার্তা পাঠাতে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। যেমন ঢাকা বোর্ড থেকে পাস করা কোনো শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের A ইউনিটে আবেদন করতে যে নিয়ম অনুসরণ করবে তা হলো: মোবাইলের মেসেজ বক্সে লিখতে হবে এই নিয়মে: JNU DHA 123456 2013 DHA 123456 2011 A. এখানে 123456-এর জায়গায় যথাক্রমে আবেদনকারীর নিজের এইচএসসি এবং এসএসসি পরীক্ষার রোল নম্বর দিতে হবে। অন্যান্য বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের কোড বা সংক্ষিপ্ত নাম যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সংক্ষেপে লেখা হয় CU তেমনি রাজশাহী বিশ্ববিদ্যালয় RU।

আর বোর্ডের প্রথম তিন অক্ষর হলো চট্টগ্রাম বোর্ড CHI, রাজশাহী বোর্ড RAJ, যশোর বোর্ড JES, কুমিল্লা COM, সিলেট SYL, বরিশাল BAR, দিনাজপুর DIN, মাদ্রাসা MAD, কারিগরি শিক্ষা বোর্ড TEC, ডিপ্লোমা ইন বিজনেস DIB, ডিপ্লোমা ইন কমার্স DIC, বিজনেস ম্যানেজমেন্টের জন্য HBM, ইংরেজি মাধ্যমের ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের জন্য GCE জানতে হবে।

আবার যারা কোটাসুবিধা পেতে আগ্রহী তাদের কাঙ্ক্ষিত ইউনিটের পর স্পেস দিয়ে মুক্তিযোদ্ধা কোটার জন্য FFQ, আদিবাসী কোটার জন্য TQ উল্লেখ করতে হবে। এ ছাড়া অন্যান্য কোটার ক্ষেত্রে কোটার কোড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতেই দেওয়া থাকবে।

চাহিদা অনুযায়ী তথ্য টাইপ করে টেলিটক মোবাইল থেকে খুদে বার্তা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি ‘পিন’ জানিয়ে সম্মতি চাওয়া হবে।

তখন সম্মতি জানানোর জন্য প্রথমে বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত নাম লিখে, একটি করে স্পেস দিয়ে লিখতে হবে ‘ইয়েস’, ‘পিন’ নম্বর, যোগাযোগের জন্য নিজে ব্যবহার করতে পারে এমন যেকোনো একটি মোবাইল নম্বর লিখে খুদে বার্তা পাঠাতে হবে। এরপর প্রবেশপত্রের জন্য অনেক বিশ্ববিদ্যালয়ে তাদের ওয়েবসাইটে নির্দিষ্ট ফরম পূরণ করে ছবি দিতে হবে। আবার অনেক বিশ্ববিদ্যালয় সরাসরি পরীক্ষা কক্ষে আবেদনপত্র দিয়ে থাকে। সে ক্ষেত্রে সঙ্গে মূল কাগজপত্র ও পাসপোর্ট আকারের ছবি নিতে হবে।

মুঠোফোনে আবেদন প্রক্রিয়ার বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ  কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে  অনলাইনে আবেদন করতে হবে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.