আমাদের কথা খুঁজে নিন

   

Ruby Sparks(2012)- কতটা রোমান্টিক আর কতটা ফ্যান্টাসি?

অসীম ব্যাসার্ধের একটি বৃত্ত, যা এখনও সরলরেখায় পর্যবসিত হয় নি একজন লেখকের ক্ষমতা অসীম। কল্পনার রাজ্যে তার অবাধ বিচরণ। কলমের জোরে যেকোন অসম্ভবকে তিনি সম্ভব করতে পারেন। সৃষ্টি করতে পারেন যেকোন চরিত্র। এখন লেখকের সৃষ্ট কোন চরিত্র যদি তার বাস্তব জীবনে হানা দেয় তাহলে কেমন হবে একবার চিন্তা করুন তো... কাহিনী সংক্ষেপ: কেলভিন একজন উঠতি লেখক।

অল্প বয়সেই প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে কেলভিন। তবে ব্যক্তিগত জীবনে কেলভিন ব্যাপক নি:সঙ্গ একজন মানুষ। ভাই হ্যারী আর কুকুর স্কটি ছাড়া তার আর কোন বন্ধু নেই। গার্লফ্রেন্ড ছিল,তবে সেও কেলভিনকে ছেড়ে চলে গেছে। ব্যক্তিগত মনোচিকিৎসকের পরামর্শে কেলভিন একটি চরিত্র সৃষ্টি করে যে কি না তার কুকুর স্কটি কে পছন্দ করে।

নাম দেয় রুবি। লিখতে লিখতে একসময় রুবি কে ভালবেসে ফেলে সে। রুবিকে নিয়ে স্বপ্ন দেখে। একটা সময় রক্তমাংসের রুবি সত্যি সত্যি হাজির হয় কেলভিনের জীবনে। পুরোপুরি গল্পের রুবি,যে কি না কেলভিনকে ভালবাসে পাগলের মত।

চলতে থাকে কেলভিন-রুবির যুগল জীবন। আর দশটা জুটির মতই হাসি-কান্না,ব্যথা-বেদনা সঙ্গী হয় তাদের। তবে রুবির জীবনের নাটাই টা থাকে লেখকের হাতেই। টাইপরাইটারে বসে রুবিকে নিয়ন্ত্রণ করতে থাকে কেলভিন। রুবির মন খারাপ হলে মন ভাল করে দেয়,রুবি কেলভিনের কাছ থেকে দুরে সরে যেতে থাকলে লেখার জোরেই আবার কাছে টেনে নিয়ে আসে তাকে।

কিন্তু এভাবে আর কতদিন? একটা গল্প-উপন্যাসের চরিত্রের সাথে কি আর সারাটা জীবন কাটিয়ে দেয়া যায়?... স্বীকার করতে বাধা নেই যে মুভিটিকে ফ্যান্টাসি বলাই যায়। তবে রুবির প্রতি কেলভিনের ভালবাসার তীব্রতার কারণেই রোমান্টিকতা হয়ত ফ্যান্টাসিজমকে ছাড়িয়ে গেছে। চরিত্রের প্রতি লেখকের ভালবাসার তীব্রতায় আপ্লুত হয়েই হয়ত স্রষ্টা চরিত্রটিকে রক্ত-মাংসের মানুষ করে লেখকের নিকট পাঠিয়েছিলেন। তাই আমার দৃষ্টিতে এটি যতটা না ফ্যান্টাসি মুভি,তারচেয়ে অনেক বেশি রোমান্টিক। তাহলে রোমান্টিক মুভিপ্রেমীরা দেখে ফেলুন,আর দেরি কেন? টরেন্ট লিংক  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।