আমাদের কথা খুঁজে নিন

   

চারদেশের নির্বাচন-কালীন সরকার ব্যবস্থা জেনে সরকার করবেটা কি?

হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না

চারদেশের নির্বাচনকালীন সরকার-ব্যবস্থা জানার জন্য চিঠি দিয়েছে আমাদের সরকার । তারা গবেষণা করে দেখবেন ভারত, ইউকে, কানাডা, জাপানের মত দেশে কিভাবে দলীয় সরকার নির্বাচনের সময় কাজ করে ক্ষমতা হস্তান্তর কিভাবে করে । মানে একেবারে কেম্নে কি?? >>>সূত্র তা এসব জেনে সরকারের কি লাভ? সে দেশে তো কোনো সাংসদ বলে না যে, ৩০ এমপির বিরোধী দলের কথায় কিছু এসে যায় না । >>>সূত্র সেইসব দেশে সরকার আর বিরোধী দল একটা টিমের মত কাজ করে । আমাদের মত কথা কাটাকাটি, হাতাহাতি, গালি-গালাজ তাদের ভিতরেও হয় ।

তয়, তারা বিরোধী দলের নেতাদের পিটায়া লুলা বানায়া দেয় না । মামলা বাজী করে না । আর সে দেশে নেতারা রাস্তায় নাইমা গাড়ি বন্ধ কইরা হরতালও করে না, ভাংচুরও করে না । কারণ, বিরোধী দলেরও সংসদে কথা বলার সমান সুযোগ থাকে । সেসব দেশে আমাদের সংসদের মত "হা" আর "না" চলে না ।

সব সাংসদ নিজে নিজের ভোট দেয়, তারপর সেই ভোটের মাধ্যমে আইন পাশ হয় । কোনো কোনো দেশে শুধু পাশ হইলেই হয় না, সেটা আবার উচ্চকক্ষে পাশ হইতে হয় । আমাদের সংসদে দলের বিপক্ষে গিয়া কেউ "না" বললেই তার কপালে আছে "শনি" । সেখানে সাংসদরা শিক্ষিত, পড়াশুনা না, কাজের দিক দিয়া । তারা সন্ত্রাসী পালে না ।

আমাদের দেশের সরকারগুলোর মত ছাত্র রাজনীতির অপব্যবহার করে না । তারাও দূর্নীতি করে, কিন্তু এমন পর্যায়ের দূর্নীতি করে না যার জন্য পদ্মাসেতুর মত প্রকল্প বন্ধ হইয়া যায় । তারা বিদেশীদের নিজের দেশের প্রকৃতিকে ইজারা দিয়া রামপাল বিদ্যুৎ-কেন্দ্র বানায় না । জানেন তো, এই প্রকল্প খোদ ভারত মাতা তার নিজের দেশে অনুমোদন দেয় নাই । আমরা দিছি ।

আমরা এতটাই উদার !! এতকিছু অমিল যেইখানে, সেখানে তাদের নির্বাচন ব্যবস্থার সাথে আমাদেরটা মিলায়া সরকার কি করতে চায়? সবকিছু যখন আমাদের নিজস্ব নিয়মে চলে, নির্বাচন কালীন সরকার ব্যবস্থাও আমাদের নিয়মেই চলবে । অন্যের ধার করা নিয়মে খেলুম না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।