আমাদের কথা খুঁজে নিন

   

স্বাগতম ন্যায়, বিদায় অন্যায়



একটি অনাহারী শিশুর ছবি সঙ্গে একটি বাক্য “তোমরা শহীদদের উদ্দেশ্যে এত টাকার ফুল দাও আর আমাদের আহার নাই” অনলাইনে এমন একটি ছবি প্রায়ই দেখা যায়। বিষয়টি আসলেই বিবেককে আন্দোলিত করার মত, কেননা যারা দেশ ও মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের স্বপ্ন নিশ্চয়ই এমন ছিল না, যেখানে হাজার হাজার মানুষ খোলা আকাশের নীচে রাত কাটাবে, দিনের পর দিন না খেয়ে থাকবে বা ডাস্টবিনের খাদ্য কুড়িয়ে খাবে। তাই এসব পীড়িত মানুষের পাশে না দাঁড়িয়ে কোন প্রকার শ্রদ্ধাই বোধ করি শহীদদের আত্মাকে শান্তি দিতে পারে না। তবে এ প্রসঙ্গে এটা উল্লেখ করা প্রয়োজন, যাদের উদ্দেশ্যে মানুষ শ্রদ্ধা নিবেদন করে তারা কেউ আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছেন, কেউ কেউ ছিল জাতির শ্রেষ্ঠ সন্তান যাদের ধরে নিয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ যারা আমাদেরকে একটি স্বাধীন পতাকা দিয়ে স্বাধীন ভাবে বাঁচার অধিকার দিয়েছে বা এরকম অসামান্য কোন না কোন অবদান রেখেছেন। কিন্তু দেখা যায়, যারা দেশ ও জাতির অধিকার যারা হরণ করেছে, মানুষকে তাদের ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত করে আস্তাকুড়ে নিক্ষেপ করেছে, জাতীয় ও আন্তর্জাতিক ভাবে স্বীকৃত এই সব কুলাঙ্গারদের আগমনে কোটি কোটি টাকার ব্যানার ও তোরনে ছেয়ে যায় পথ-ঘাট-শহর। ছাগলের তৃতীয় বাচ্চার মতো নাচতে থাকে তারাই যাদের রক্ত জল করা পরিশ্রমের ষোলাআনা সুফল ভোগ করছে ওইসব কুলাঙ্গার, স্বাগতম বলে গলা ফাটিয়ে গর্বে উদ্বেলিত হচ্ছে তারাই যাদের সকল স্বপ্নকে গলা টিপে হত্যা করেছে ওইসব অবিশুদ্ধ রক্তের প্রাণী। এইসব বিষয় কেন মানুষের বিবেককে আঘাত করে না? কেন অন্যায়কারীর পা চেটে পরিস্কার করার জন্য আমরা জিহ্বা বের করে থাকি? আসলে দেশের সর্বোচ্চ পর্যায়ের বিজ্ঞ ও শিক্ষিত লোকেরাই যখন ল্যাংটা কিছু ইদুরদের মাথায় নিয়ে নাচে, তাদের প্রশংসায় মহাকাব্য রচনা করে তখন সাধারণ মানুষের দোষ দিয়ে কি হবে। কবে সেদিন আসবে যেদিন মানুষের কাছে দুইটি পক্ষ থাকবে একটি ‘ন্যায়’ আর একটি ‘অন্যায়’, ন্যায়কে স্বাগতম জানাবে আর অন্যায়কে বিদায় জানাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।