By Shoeb Mohammad
তো আপনি হতে চাইছেন একজন পিপিএইচার? দক্ষতার বলে উম্মোচিত করতে চাইছেন আলোর দুয়ার? বেশ তবে আসুন যাত্রা শুরু করি একসাথে, বুঝে নি বুঝিয়ে দি পিপিএইচ কি এবং কেমন এর স্বভাব।
http://www.PeoplePerHour.com এর About এ লেখা আছে এক কোনায়; “আমরা বিশ্বাস করি আমাদের গন্তব্য যেখানে সেই পথে উৎসব করতে করতে যাওয়াই শ্রেয়, পিপিএইচ আমাদের আত্মা, আমাদের পুরো দল রয়েছে, লন্ডন, রিডিং, সারবর্ন, নিউ ইয়র্ক, এথেন্স, কেয়ুর, মারিঙ্গা, হায়দ্রাবাদ এবং বিশ্বের আরো কিছু বিস্তর জুড়ে!”
যারা পিপিএইচার তারা হবে দুর্বার, দক্ষ আর সৃষ্টি সুখের উল্লাসে উদ্ভাসিত।
পিপিএইচ একটি অনলাইন ফ্রীল্যান্স মার্কেট প্লেস, আট দশটি মার্কেট প্লেসের মতো এখানেও কাজের আদান প্রদান হয়, তবে মৌলিক কাঠামো এক হলেও বেশ কিছু ফিচার আছে পিপিএইচের যা কিনা ভিন্ন, একটু আলাদা আর আকর্ষনীয়।
এখানে কন্ট্রাক্টর তথা কাজ যিনি দিতে চাইছেন বায়ার হিসেবে সেই জব পোস্ট করতে পারেন অনায়াসেই, আবার যিনি কারিগর তথা কাজ আউটসোর্স করবেন তিনিও পারেন সেলার হিসেবে তার দক্ষতা বিক্রি করতে। একই সাথে একজন কাজ কিনতে পারবেন, আবার তা বিক্রয়ের জন্য প্রদর্শন করতে পারবেন, যেখান থেকে হাজার হাজার বায়ার বা ক্লায়েন্ট পছন্দসই কাজ বেছে নিতে সক্ষম হবেন।
কাজ অনেক রয়েছে করবার মতো পিপিএইচে, তবে সবচেয়ে জনপ্রিয় কাজগুলির একটি তালিকা দিয়ে দিয়ে দিচ্ছি, সময়ের সাথে এর প্রতিটির বর্ননা সংযোগ করে দেয়া হবে;
০১. প্রোগ্রামিং
০২. ট্রান্সলেশান
০৩. ওয়ার্ডপ্রেস থিম
০৪. ভয়েজ ওভার, রেকর্ডিং
০৫. ডেটা এন্ট্রি
০৬. লোগো তৈরী
০৭. লিগ্যাল সার্ভিস/কপিরাইট লেখা
০৮. ওয়েব ডিজাইন
০৯. অ্যাকাউন্ট সাপোর্ট
১০. ভিডিও এডিটিং
তবে এর বাইরেও আপনার দক্ষতা অনুযায়ী অনেক কাজের অফার প্রকাশ করে থাকতে পারবেন।
Unofficial Facebook Page :- People Per Hour Help
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।