আমাদের কথা খুঁজে নিন

   

প্যানাসনিক ওপেনে সিদ্দিকুর ২৭তম

রোববার শেষ হওয়া চার রাউন্ডের প্রতিযোগিতায় পারের চেয়ে তিন শট বেশি খেলেছেন সিদ্দিকুর। প্রথম দুই রাউন্ডে অবশ্য বেশ ভালোই খেলেছিলেন তিনি। শেষ রাউন্ডেও প্রথম দুই রাউন্ডের মতো পারের সমান শট খেলেন। কিন্তু তৃতীয় রাউন্ডে তিনটি শট বেশি খেলার ঘাটতি দূর করতে পারেননি। পারের চেয়ে ৯ শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন জাপানের মাশাহিরো কাওয়ামুরা।

দ্বিতীয় ও তৃতীয় দক্ষিণ কোরিয়ার দুই প্রতিযোগী পার্ক সুং-জুন ও ওয়াই ই ইয়াং। অবশ্য ওসাকায় ব্যর্থ হলেও বাংলাদেশের প্রথম গলফার হিসেবে বিশ্বকাপে সুযোগ পাওয়ার অনন্য কীর্তিতে ভাস্বর সিদ্দিকুর। আগামী ২০ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার রয়্যাল মেলবোর্ন গলফ ক্লাবে শুরু হবে বিশ্বকাপ। র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপে খেলার সুযোগ পান গলফাররা। সে হিসেবে সারা বিশ্ব থেকে ৬০ জন গলফারকে বেছে নেয়া হয়।

প্রতিটি দেশ থেকে সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ের তিন জন করে সুযোগ পান। কিন্তু সেরা ১৫ জনের মধ্যে কোনো দেশের চার জনের বেশি গলফার থাকলে সেই দেশ থেকে সর্বোচ্চ চার জন সুযোগ পান বিশ্বকাপে। বিশ্বকাপে দলীয় এবং ব্যক্তিগত ইভেন্টে লড়াই হয়। তবে বাংলাদেশের অন্য কোনো প্রতিযোগী না থাকায় সিদ্দিকুর শুধু ব্যক্তিগত ইভেন্টেই অংশ নেবেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।