আমাদের কথা খুঁজে নিন

   

রাব্বিরহাম হুমা কা'মা রাব্বা ইয়ানি সাগিরা ।


আমার মা ব্যাক্তিগত জীবনে অত্যান্ত পরহেজগার ছিলেন । না মাহরুম কারো সাথে দেখা দিতেন না । অত্যান্ত নিষ্ঠা , আন্তরিকতা , আর যত্নের সাথে নামাজ পড়তেন । উনার নামাজের কাপড় , পেটিকোট ছিল আলাদা , যা প্রতিবার নামাজ পড়ার পূর্বে পরতেন । নামাজের স্থানও ছিল আলাদা ।

ঘরের নিরিবিলি কোনে সংরক্ষিত স্থানে ছোট্ট একটা নামাজের চৌকি । যা ছিল হাঁস মুরগী আর শিশুদের দ্বারা অপবিত্র হবার ঝুঁকি মুক্ত । নামাজ পড়ার জন্য আমাদেরকে আন্তরিক ভাবে তাগাদা দিতেন । যার দরুন যথা সম্ভব নামাজ পড়ার চেষ্টা করতাম । নামাজের পরে আমার মুনাজাতের কমন অংশ বিশেষ ছিল , '' আল্লাহ তুমি আমার বাবাকে বেহেস্ত নসিব কর, আর আমার মাকে সুস্থ্য শরীরে দীর্ঘজীবী কর ।

'' এখনো মাঝে মাঝে এমত বলে ফেলি , আবার পরক্ষনেই শুধরিয়ে নেই , মা-বাবা দুজনের জন্যই আল্লাহর দরবারে বেহেস্ত কামনা করি । কারন গত ১৭/০৯/২০১৩ তারিখে বার্ধক্য জনিত কারনে আমার মা ইন্তেকাল করেছেন । ( ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন । ) কথাটা আগে উপলব্দি না করলেও এখন বুঝতেছি সত্যিই মায়ের মত আপন কেহ নাই । পরিশেষে , আল্লাহপাক পৃথিবীর কবর বাসী সকল মাতা পিতাদের জান্নাতবাসী করুন।

রাব্বিরহাম হুমা কা'মা রাব্বা ইয়ানি সাগিরা ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.