জুয়েল আইচ জাদুশিল্পে জনপ্রিয় নাম। এই জাদুকর দেশের বাইরেও সমান জনপ্রিয়। এবার ঈদুল আজহার এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি। তার মুখোমুখি হচ্ছেন অপি করিম। বাংলাভিশনের জন্য নির্মিত এই অনুষ্ঠানের নাম 'আমাদের জাদুকর।
' এতে জুয়েল আইচ কয়েকটি জাদু দেখানোর পাশাপাশি কথা বলেছেন জাদুশিল্পের নানা অভিজ্ঞতা নিয়ে। এছাড়া আরও বলেছেন ব্যাক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনার কথা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যত পরিকল্পনার কথা। জুয়েল আইচ বলেন, 'জাদুশিল্প সারা বিশ্বে জনপ্রিয়। এই অনুষ্ঠানে জাদুশিল্পের নানা বিষয় নিয়ে আলোচনা করেছি, ভালো লেগেছে। বাংলাভিশনকে ধন্যবাদ এরকম একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য।
' 'আমাদের জাদুকর' অনুষ্ঠানটি প্রচার হবে ঈদুল আজহার তৃতীয় দিন রাত ৯টা ৪০মিনিটে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।