আমাদের কথা খুঁজে নিন

   

টিপটপ সবসময়

একটু গুছিয়ে নিলেই এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন ওম্যান’স ওয়ার্ল্ডের কর্ণধার কণা আলম।
 
* হাতব্যাগে ছাতা, পারফিউম এবং যদি মেইকআপ করতে ভালোবাসেন তাহলে ন্যূনতম মেইকআপ সামগ্রী রাখতে ভুলবেন না।
 
* সঙ্গে মিনি ফেইসওয়াশ, পাউডার, ফেইশল টিস্যু এবং চিরুনি রাখুন।
 
* ব্যাগে অবশ্যই অতিরিক্ত রাবার ব্যান্ড এবং ক্লিপ রাখবেন।


 
* মুখের দুর্গন্ধ এড়াতে সঙ্গে সবসময় মাউথ ক্লিনার রাখুন।
 
* সুতি কাপড় পরতে আরাম। তবে কোনো বিশেষ দিনে সিল্কের পোশাক পরতে পারেন। ঘামের দাগ লেগে থাকবে না মোটেও।
 
* ব্যাগে পানি রাখতে ভুলবেন না!
 
* সকাল বেলা ঘুম থেকে উঠেই ভালো করে মুখ ধুয়ে ফেলুন।

চাইলে স্ক্রাবিং করতে পারেন।
 
* হালকা গরম পানি দিয়ে গোসল সারুন। মুখ ধোয়ার সময় হালকা লেবু চিপে দিতে পারেন। পুরোপুরি ফ্রেশ লাগবে।
 
* ওয়াটার প্রুফ মেইকআপ ব্যবহার করুন।


 
* জামার সঙ্গে মানানসই কাজল ব্যবহার করতে পারেন। আজকাল নানা রংয়ের কাজল পাওয়া যায়। নীল বা সবুজ রংয়ের কাজল বেছে নিতে পারেন। খুব গাঢ় সাজেই অনন্যা হয়ে উঠতে হবে এমন নয়। বরং মাঝে মাঝে তা বিব্রতকর অবস্থায় ফেলে।

একটু গুছিয়ে নিয়ে হালকা সাজেই আপনি হয়ে উঠতে পারেন অনন্যা। আর সবসময় ফিটফাট!
 
মডেল : রিবা
ছবি : অপূর্ব খন্দকার

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.