আমাদের কথা খুঁজে নিন

   

‘সুপারভাইজর নন, উপ সহকারী প্রকৌশলী’

রাজধানীসহ বিভিন্ন স্থানে পলিটেকনিক ছাত্রদের বিক্ষোভ ভাংচুরের পরিপ্রেক্ষিতে সোমবার সচিবালয়ে সংশ্লিষ্টদের নিয়ে গৃহায়ন ও গণপূর্ত সচিব খোন্দকার শওকত হোসেন এবং শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর বৈঠকের পর এ কথা জানানো হয়।
সভা শেষে শিক্ষাসচিব বলেন, “যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করবেন তারা ডিপ্লোমা প্রকৌশলী হিসাবেই বিবেচিত হবেন। সুপারভাইজর হিসাবে বিবেচিত হবেন না।” গণপূর্ত সচিব বলেন, চাকরিতে প্রবেশের সময় ডিপ্লোমা প্রকৌশলীদের উপ-সহকারী প্রকৌশলী হিসাবে বিবেচনা করা হবে। এ বিষয়ে ২০০৮ সালের গেজেট সংশোধনের জন্য ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
আইন মন্ত্রণালয়ের মতামত পেলেই গেজেট সংশোধন করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে অস্পষ্টতা থেকে ভুল বোঝাবুঝি কারণেই পলিকেটনিক শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে আন্দোলন করেছে বলেও দাবি করেন গণপূর্ত সচিব। আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীদের পরীক্ষায় বসার অনুরোধ জানিয়ে শিক্ষাসচিব বলন, রোববার যেসব শিক্ষার্থী পরীক্ষা বর্জন করেছে তাদের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে সোমবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ে আরেকটি বৈঠক হবে বলেও কামাল আবদুল নাসের চৌধুরী জানান।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।