ভেঙে ভেঙে নিজেকে আবার গড়েছি । এইবার হয়তো থাকতে পারবো ।
আমার আম্মাজান গতকাল বৈকল্য ভ্রমনে বের হয়ে Shoppers Drug Mart থেকে স্ক্রাব নামক মুখ ধোয়ার এক বিশেষ ধরনের সাবান সদৃশ বস্তু ক্রয় করিয়া আনিয়াছেন।তো আমি রাতে বাসায় ফেরার পর উনি ইহাকে জাদুর মত সৌন্দর্য বর্ধক হিসেবে বর্নণা করিয়া আমাকে উহা দিয়া মুখ ধুইবার আদেশ জ্ঞাপন করিলেন।আমি বরাবরই নিজের সৌন্দর্যের ব্যাপারে বড়ই নিরুৎসাহিত,তবুও যাদুর মত ইহার কার্যকারিতার গুনাগুন শুনিয়া প্রীত হইয়া উহা লইয়া ওয়াশ্রুমের উদ্দেশ্যে হাটা ধরিলাম।কিন্তু উহা হাতে ঢালিবা মাত্রই অনুধাবন করিলাম ইহার মধ্যে কোনভাবে বালি ঢুকিয়াছে,ভাবিলাম আম্মাজান হয়ত আজ উনার বৈকল্য ভ্রমনে বালির উপরে ঘোরাঘুরি করিয়াছেন।যাহাই হউক,আম্মাজনকে ডাকিয়া বালির কথা বলিবা মাত্রই উনি আমাকে কিছুক্ষন উচ্চসরে ভৎসনা করিয়া বলিলেন ইহা এইরূপ হয় এবং এইরূপ হইবার কারনও বর্ণনা করিলেন।আমি কারন শুনিয়া আবারও প্রীত হইলাম এবং উহা আম্মাজনের কথা অনুযায়ী ঘষিয়া ঘষিয়া মুখে মাখিলাম।তারপর মিনিটখানিক অপেক্ষার প্রহর গুনিয়া একখান যাদু দেখিবার প্রবল আশায় মুখখানা ধোয়ার নিমিত্তে পানি ঢালা আরম্ভ করিলাম।তারপর?এই পোড়া কপালের মুখের কি হইল দেখিতে পারিলাম না কারন স্ক্রাবে থাকা বালি আমার অক্ষিগোচরে ঢুকিয়া গিয়াছিল!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।