রাজধানীর মহাখালীতে ৪৫ মিনিট ধরে আটকে আছে বাসটি। ভিড়ের বাসে ঠায় দাঁড়িয়ে আছেন ব্যবসায়ী নজরুল ইসলাম। রাজধানীর বনানী থেকে বাসটিতে উঠেছেন তিনি। গন্তব্য বারডেম হাসপাতাল । সেখানে তাঁর এক নিকট আত্মীয়ের অস্ত্রোপচার চলছে।
কিন্তু আটকে আছে মহাখালীতেই। উদ্বেগে উত্কণ্ঠায় বাসের ভিড়ে ঘামতে ঘামতে নজরুল ইসলাম একপর্যায়ে এত যানজটের কারণ জানতে চান পাশের যাত্রীদের কাছে। জানতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন। তাই বিকাল পাঁচটা থেকে জাহাঙ্গীর গেট থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয় ও ফার্মগেট পর্যন্ত রাস্তা বন্ধ। জানতে পেরে বাস থেকে নেমে হেঁটেই হাসপাতালের দিকে রওনা দিলেন তিনি।
নজরুল একা নন। তীব্র যানজট দেখে অনেকেই মহাখালী থেকে হাঁটছিলেন নিজ নিজ গন্তব্যের দিকে। প্রত্যেকের চোখেমুখেই একরাশ বিরক্তি।
ক্ষুব্ধ নজরুল প্রথম আলো ডটকমকে বলেন, ‘প্রধানমন্ত্রীর আজকের আগমনে মানুষের যে দুর্ভোগ হয়েছে, তাতে উনার পাঁচ লাখ ভোট কমবে। ’
কর্তব্যরত একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমাদের নির্দেশ দেওয়া হয়েছে জাহাঙ্গীর গেট-প্রধানমন্ত্রীর কার্যালয়-ফার্মগেট পর্যন্ত রাস্তা বন্ধ করে দিতে।
তাই নির্দেশ মতো বিকেল পাঁচটার পর এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ’ প্রধানমন্ত্রীর সাড়ে পাঁচটায় নামলেও পাঁচটায় কেন রাস্তা বন্ধ করে দেওয়া হলো এমন প্রশ্নের কোনো উত্তর দেননি ওই পুলিশ কর্মকর্তা।
রাজধানীর শাহবাগ-ফার্মগেট-বিজয় সরণি সড়কে যানজট ছিল সবচেয়ে বেশি। কারণ বিজয় সরণি-জাহাঙ্গীর গেট এলাকার রাস্তার দু’ধারে বিপুল সংখ্যক ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অবস্থান নেয়। ওই সড়কে আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপচে পড়া ভিড় থাকায় যানজট ছড়িয়ে পড়ে মিরপুর-গাবতলী, মহাখালী-মগবাজার, মহাখালী-গুলশান এলাকায়।
এসব রাস্তায় ঘণ্টার ঘণ্টা থেমে আছে গণপরিবহন। আর থেমে থাকা গাড়িতে ক্লান্ত মানুষেরা দাঁড়িয়েছিলেন অসহায়ভাবে।
বিকাল চারটার দিকে গুলিস্তান-আব্দুল্লাহপুরগামী ৩ নম্বর বাসে উঠেন বাবর আহমেদ। সন্ধ্যা ছয়টায় তিনি ফার্মগেটে পৌঁছান। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘ভিআইপি আসলে অবশ্যই তার হেলিকপ্টার ব্যবহার করা উচিত।
কারণ ভিআইপির নিরাপত্তার অজুহাতে এভাবে রাস্তা বন্ধ করা ঠিক নয়। ’
বেসরকারি একটি প্রতিষ্ঠানের চাকরিজীবী শিরিন আখতার প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমার বাসায় ছোট্ট একটা বাচ্চা রয়েছে। মহাখালী যাব বলে বিকেল চারটার সময় পল্টন থেকে বাসে উঠেছি। অথচ বাস এগোচ্ছে শামুকের গতিতে। ’
বাসটির চালক আনিসুর রহমান বলেন, ‘ভাই যানজট কমানোর একটাই উপায় সেইটা হলো ভিআইপিদের হেলিকপ্টারে কইর্যা যাইতে হবে।
’
রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী জহিরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘খিলক্ষেতে যাব। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে একটি বাস পেয়েছি। কিন্তু বাসটি একটুও এগোচ্ছে না। কাল পরীক্ষা। কী যে করি।
’
দারিদ্র্য দূরীকরণে অনন্যসাধারণ অবদানের জন্য সম্মানজনক ‘সাউথ সাউথ’ পুরস্কার লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগের পক্ষ থেকে আজ গণসংবর্ধনা দেওয়া হয়। দেশের বিশিষ্ট নাগরিকেরা বিকেলে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।