আজ আপনাদের শেখাবো যে কীভাবে কোন Software ছাড়া Memory card এর Folder/File লুকাতে( hide) করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। (1) প্রথমে আপনি আপনার memory card এ প্রবেশ করুন তার পর option এ যান এবার add folder এ যান folder টির নাম দিবেন SOFT.jad এটা। এবার যে folder গুলো hide করবেন সেগুলো আপনার এই নব তৈরি করা folder টির ভেতর move করুন। এবার আরেকটা folder তৈরি করুন যার নাম দিবেন SOFT.jar এটা।
এবার দেখুন আপনার আগের তৈরি করা folder টি আর দেখা যাচ্ছে না অর্থাৎ আগের টা hide হয়ে গেছে। এখন আপনি যদি আবার সেই folder টি দেখতে চান তাহলে SOFT.jar এই folder টির নাম change করে অন্য যেকোনো নাম দিয়ে দিন তাহলেই আগের folder টি আবার দেখা যাবে।
(2)Folder টা তো hide করে দিলেন কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন আপনি যে Folder টা Hide করে দিলেন তার ভেতর এর Image/audio/video টা আপনার phone এর Music player এবং Image viewer এ show করছে। এজন্য হয়তো মনে মনে আমার উপর আপনার খুব রাগ হতে পারে। তাই এই দ্বিতীয় post টা।
এ Problem solve করতে হলে আপনাকে আর একটু কষ্ট করতে হবে সেটা হল__আবার প্রথম post এর মতো আপনাকে আর এক টা Foloder তৈরি করতে হবে যার নাম দিবেন @[0.1tones].jad এবার এটার ভেতর আপনার গোপন Audio/video গুলো move করুন। এবার আর একটা folder add করুন যার নাম দিবেন @[0.1tones].jar এবার দেখুন আপনার media player এ আপনার hide করা audio বা video টা আর দেখা যাবে না। ও আর একটা কথা বলতে মনে নেই সেটা হোল আপনি যদি কোন photo hide করতে চান তাহলে folder টার নাম দিবেন @[0.1photo].jad এবং পরে @[0.1photo].jar ব্যাস এবার দেখুন magic!!!
(৩) ৩ number টা দেখে হয়তো একটু রাগ যে আবার কি করতে বলব?হাঁ কিছু একটা করতে বলব সেটা হোল আপনি আপনার phone থেকে তো আপনার গোপন Audio/video/photo টা hide করে দিলেন। কিন্তু আপনি memory তে কিছু load দেওয়ার জন্য তা computer এ ঢুকান তখন তো এটা আর গোপন থাকে না। কারন computer এ সব দেখা যাই।
এক্ষেত্রে আপনি একটা tricks use করতে পারেন সেটা হল। আপনার phone থেকে memory card এ যান যে file টিতে গোপন তথ্য আছে সেটা select করুন তারপর option এ যান এবং rename এ যান তারপর উক্ত file টির শেষে একটা( . ) শুধু ডট বসিয়ে দিন। আপনার কাজ শেষ এখন computer থেকে সেই file open তো হবেই না এবং সেটা delete ও করা যাবে না। it’s 100% working বিশ্বাস না হলে কাছে phone & computer থাকলে এখনি পরীক্ষা করে দেখতে পারেন।
বিঃদ্রঃএই tips টা আমি Nokia phone এ করেছি ১০০% কাজ করেছে।
অন্য কোন phone এ হবে কি না আমি জানি না। অন্য phone এ না হলে আমাকে দোষ দিবেন না। তবে সব nokia phone এ ১০০% কাজ করবে এটা sure!!
post গুলো পূর্বে প্রকাশ এখানে--১ দ্বিতীয় টা এখানে
এটা এখানে দেয়া আমার প্রথম post কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষন ধরে post টা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। post টা কেমন লাগল সবাই জানাবেন Plz!!!!!
facebook এ আমাকে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।