ইন্জিনিয়ার দের জন্য :
প্রথমেই আমার নিজের ব্যাক্তিগত একটি অভিজ্গতা শেয়ার করছি । আমি একটা থিসিস গ্রুপ এর সুপার ভাইজার হিসাবে ইদানিং কিছু স্টুডেন্ট কে গাইড করছি । আমার স্টুডেন্টদের পছন্দের বিষয় Hybrid Power System . আমি এই বিষয়টি তে বেশ আগ্রহ বোধ করলাম। তাদের কে কাজে লাগতে বল্লাম এবং বলে দিলাম কিছু সফটওয়্যার লাগবে ডিজাইন এবং সিমুলেশন এর জন্য । নেট থেকে নামাতে হবে ।
আমরা স্টুডেন্ট রা আমাকে কিছুদিন পর আমাকে বল্ল যে সফটওয়্যার তারা পাচ্ছে না । সফটওয়্যার গুলার নাম হল: PSCAD (Power system Computer Aided Design) এবং HOMAR সফটওয়্যার। এর মাঝে PSCAD টা খুব কাজের । গত এক সপ্তাহ থেকে আমি এই দুইটা সফটওয়্যার নেট এ খুজতিছি । আজ আই . ডি. বি তে খুজ নিলাম।
কিন্তু পেলাম না ।
কারো কাছে এই সফটওয়্যার দুইটা থাকলে আমাকে আওয়াজ দিয়েন ।
আমার আজকের পোস্ট এর কাহিনী হল বর্তমান রিসার্চ / গবেষণার মুল বিষয়গুলো :
কি নিয়ে বর্তমানে রিসার্চ / গবেষণা হচ্ছে :
ইলেকট্রিক্যাল ইনজিনিয়ারিং সমগ্র বিশ্ব টা কে এখন হাতের মোঠোয় নিয়ে এসেছে । পৃথিবীতে অন্য কোন সাবজেক্ট এর এতো বৈচিত্য আছে কিনা আমার জানা নেই । বর্তমানের পৃথিবীর বিভিন্ন ইউনি তে কিছু কমন বিষয় নিয়ে গবেষনা হচ্ছে ।
আমি বোঝাতে চাইছি কিছু কমন টপিক আছে যা সব দেশের জন্য খুব উপকার বয়ে নি্যে আসবে । আমি আজ ঠিক সেই রকম কিছু টপিক এর নাম আপনাদের শোনাব ।
১। নবায়ন যোগ্য শক্তি :
কম্পিউটার, ওয়েব আমাদের এমন ভাবে সাহায্য করছে যে বর্তমানে আমারা যে পরিমান পাওয়ার কনজিউম করছি প্রতি বছর সেটা হু হু করে বাড়ছে । তাই আমাদের জানা শোনা যত পাওয়ার সোর্স ছিল সব ফুরিয়ে যাচ্ছে ।
তাই আমরা নবায়ন যোগ্য শক্তির উৎস খুজতিছি । তাই বর্তমানে নাবায়ন যোগ্য শক্তি তে সবচেয়ে বেশী রিসার্চ চলছে ।
২। কন্ট্রোল সিস্টেম :
যে হারে হাই টেক প্রক্রিয়াজাত করন কোম্পানি এবং বিভিন্ন হেভী ইন্ডাস্ট্রি গড়ে উঠছে সেই ভাবে এই ইন্ডাস্ট্রি গুলোর জন্য ভাল কন্ট্রোল সিস্টেম দরকার । তাই আমি দ্বিতীয় গুরুত্বপুর্ণ বিষয় হচ্ছে কন্ট্রোল সিস্টেম।
কন্ট্রোল সিস্টেম এর যে বিষয় গুলোতে রিসার্চ চলছে তা হল: অটোনোমাস সিস্টেম, রোবটিক্স এবং নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি , প্রসেস কন্ট্রল এবং ফ্ল আ্যসুরেন্স ।
৩। ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম :
খুব গুরুত্বপুর্ণ বিষয় যা আমি সার্চ করে পেয়েছি তা হল ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম। যেভাবে শক্তি উৎপাদন হচ্ছে , সেই শক্তি গুলোর সঠিক টান্সমিশন, বিতরণ এবং রক্ষনা বেক্ষন খুব জরুরী হয়ে পড়েছে । যে বিষয় গুলোতে রিসার্চ চলছে তা হল : স্মার্ট গ্রিড , পাওয়ার সিস্টেম প্রোটেকশন এবং হাই ভোল্টেজ পাওয়ার সিস্টেম ।
৪। মাইক্রোইলেকট্রনিক্স এবং ন্যানো স্ট্যাকচার :
এই একটি বিষয় এ কি কি রিসার্চ চলছে তা লিখে শেষ করতে পারব না । তাও আমি কিছূটা বলছি : কোয়ান্টাম কম্পিউটিং , ন্যানোমিটার ওয়েব ল্যান্থ ডিভাইস, ফোটোনিক্স, ইত্যাদি । মাইক্রোইলেকট্রনিক্স কিভাবে এই দুনিয়া কে বদলে দিচ্ছে তা আমরা চায়না মোবাইল ফোন/ ট্যাব দেখলেই বুঝতে পারি । এই একটা বিষয় এতো বিশাল যে আমি আর লিখলাম না ।
আপনারা ই আমাকে জানাবেন ।
৫। মাইক্রোওয়েব এবং কমিউনিকেশন সিস্টেম :
ইদানিং একটা কথা খুব শোনা যাচ্চে যে , মাইক্রোওয়েব এবং কমিউনিকেশন সিস্টেম খুব একটা রিসার্চ হচ্ছে না । যা আবিস্কার হবার সব হয়ে গেছে । যারা এটা মনে করছেন তারা অবশ্যই ভুল বোঝতিছেন ।
কগনিটিভ রেডিও থেকে শূরু করে numerical FDTD modelling, ultra low-noise receiver architectures থেকে microwave tomography and profiling এ খুব কাজ হচ্ছে । এই ফিল্ডে কম্পিউটার প্রকৈশলীরা সমান পারদর্শী ।
৬। পাওয়ার কনভারশন গ্রুপ :
পাওয়ার কনভারশন এর দক্ষতা যত বেশী তত একটা উন্নত একটা সিস্টেম গড়ে উঠে , যা সবার নজর কাড়ে এবং ব্যবসায়িক ভাবে লাভ জনক একটা প্রতিষ্ঠান গড়ে উঠে । যে বিষয় গুলোতে রিসার্চ চলছে তা হল : ইলেকট্রিক্যাল সিস্টেম ইন্টেগ্রেশন , পাওয়ার ইলেকট্রোনিক্স , মেশিন ডিজাইন এবং সুপার কন্ডাকটিং আ্যপলিকেশন ।
৭। সেনসিং , ইমেজিং এবং সিগন্যাল প্রসেসিং :
সর্বশেষ যে বিষয়টি লিখছি টা হলো: সেনসিং , ইমেজিং এবং সিগন্যাল প্রসেসিং । বলার মতো ওনেক কাজ হচ্ছে এই ফিল্ডে । যেমন : Autonomous sensors for fatigue monitoring and structural integrity , Electromagnetic scanners for industrial, security and biomedical applications, ইত্যাদি । কম্পিউটার প্রকৈশলী দের জন্য এই ফিল্ড টি খুব পছন্দের ।
ধন্যবাদ সবাইকে । আপনাদের মন্তব্য আমার লেখার সবচেয়ে বড় আকর্ষন । কারো যদি কোন প্রশন্ন থাকে আমাকে করবেন । আমার লেখাটা কিছু বিদেশী ইউনি এর ওয়েব সাইট থেকে হেল্প নিয়ে লিখা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।