ইউএস উইকলি জানিয়েছে, টেনিস খেলোয়াড় প্রেমিক রায়ান সুইটিংয়ের সঙ্গে অগাস্ট মাস থেকে প্রেম করা শুরু করেন কেলি।
নতুন সিনেমা ’দ্য ওয়েডিং রিঙ্গার’-এর শুটিংয়ের সময় কেলির আঙুলে প্রথম হীরার আংটি দেখা যায়; তবে এই বিষয়ে এখনও কিছুই বলেননি তিনি।
কন্টাক্টমিউজিকের খবর অনুযায়ী, এমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের দিন কেলিকে বিয়ের প্রস্তাব দেন রায়ান। এছাড়াও প্রেম শুরুর পর থেকেই টুইটারে দেখা গেছে তাদের রোমান্স।
এর আগে ‘ম্যান অফ স্টিল’-খ্যাত অভিনেতা হেনরি কেভিলের সঙ্গে স্বল্পসময়ের জন্য প্রেম করেছেন কেলি। এছাড়াও, জশ রেসনিক নামের একজনের সঙ্গে এর আগে আংটি বদল করেছিলেন তিনি। মাঝখানে ‘বিগ ব্যাং থিওরি’-এর সহশিল্পী জনি গালেকির সঙ্গেও গোপনে দুই বছর প্রেম করেছেন কেলি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।