আমাদের কথা খুঁজে নিন

   

নিদ্রাঘোরে স্বপ্নকুটিরের দেয়াল !

বাংলাদেশ কে ভালোবাসি শুন্য কবিতার খাতা জুড়ে অলস আঁকিবুঁকি । জলরঙে জীবনের ছায়া বুঝি আর আঁকা হলোনা ... কবিতায় শব্দেরা তখনো আমরণ অনশনে ! হঠাৎ ঝুম বৃষ্টি ! মাথার ভিতরে শুধু বৃষ্টির শব্দ ঝিরঝির ঝিরঝির ! ক্রমশ অন্ধরাতে জলমগ্ন হয়ে পড়া ! নিদ্রাঘোরে জেগে অলস ভাবনা! আমার প্রিয় শব্দরাজি তখনো অনশনে । কখনো প্রেমিকার নিঃশ্বাস মেপে মেপে স্বপ্নযাত্রা , কখনো রাতের ফুটপাথে পড়ে থাকা ক্ষুধার্ত আর্তনাদ , কখনো ভাবনা জুড়ে দুঃখিনী মায়ের হাহাকার ! রাতের মরণ হলে হয়তো মেঘদূত উড়ে যাবে ! সূত্রমতে ভোর হবে , নির্ভুল অংক কশে দুপুরগুলো বিকেল হবে ! জলরঙে জীবনের ছবি আঁকতে থাকবো , কখনো প্রেমিকার চোখের হাতছানি , কখনো মায়ের মায়াবী হাসি ক্যানভাসে রঙ হয়ে হাসবে ! ফুটপাতের আর্তনাদ কিন্তু বন্ধ হবেনা , কিশোর কবির ঝলাসানো রুটি আর পূর্নিমার চাঁদ হবেনা , ভুলে ভরা মঞ্চে গণতন্ত্রের গান কেউ শুনাবেনা । দুঃখিনী মায়ের কান্না টাও আর থামবেনা ! স্বপ্নকুটিরের দেয়ালে দেখতে পাই প্রেমিকার নিখাদ ভালোবাসা , মায়ের মুখে অম্লান হাসি , ভরামঞ্চে সব দেশপ্রেমিকের দল , কবুতরের ডানায় ভর করে গণতন্ত্রের ছায়াতলে দুঃখিনী মা ! হয়তো কোন কিশোর কবি তখনো ক্ষুধার্ত , একদিন আর কেউ লিখবেনা ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় !!! হ্যাঁ আমি জলরঙে সেই ছবিটাই আঁকবো ! উৎসর্গঃ দিন বদলের স্বপ্ন দেখা সকল কবি কে ! ছবিসূত্রঃ গুগল !

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.