Never lose hope...., Never Stop Expedition....
এই ডুডলটি গত বছর আগস্টের ১০ তারিখ লন্ডন অলিম্পিকের সময় দেওয়া হয়েছিল। দেখেন তো কে কত গোল ঠেকাতে পারেন? আমি খুব একটা ভালো করতে পারি নাই। মাত্র ৪৪টা গোল ঠেকাতে পেরেছি। পেনাল্টি শটআউট ঠেকাতে হবে। কমলা জার্সি পরা একজন খেলোয়াড় পেনাল্টি শট করবে।
নীল জার্সি পরা আমার কাজ শুধু ডানে-বায়ে অথবা লাফ দিয়ে শট ঠেকানো। ডানে-বায়ে সরার জন্য কীবোর্ডের লেফট-রাইট বাঁটন আর লাফ দেওয়ার জন্য স্পেসবার চাপ দিতে হবে। মাউস দিয়েও খেলা যায়। প্রথমদিকে আস্তে শট হয়। ধীরে ধীরে শট নেওয়ার গতি বাড়তে থাকে।
আপনি যদি তিনটা শট ঠেকাতে ব্যর্থ হন তো খেল খতম।
গুগল ডুডলে ফুটবল
কে কয়টা ঠেকাতে পেরেছেন জানাবেন কিন্তু...... যেহেতু এটা অলিম্পিক টুর্নামেন্টের সকার তাই গোল ঠেকানোর উপর ভিত্তি করে আপনাকে স্বর্ণপদক দেওয়া হবে। সর্বাধিক তিনটা গোল্ড মেডাল পেতে পারেন আপনি। আমি দুইটা পেয়েছি। আপনাদের কেউ যদি তিনটাই গোল্ড পান তো অবশ্যই জানাবেন।
কারণ, আপনাকে দেখে ধন্য হতে হবে না.........
*সবার জন্য দুইটা প্রশ্ন*
১/ লন্ডন ২০১২ অলিম্পিকে সকারে ছেলেদের আর মেয়েদের বিভাগে কারা কারা গোল্ড মেডাল পেয়েছিল?
২/ আর কারা কারা সিলভার পেয়েছিল?
********************************************************
ক্ষুদ্র ব্লগিং: আজকের গুগল ডুডলে কে কত স্কোর করতে পারেন দেখি তো
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।