প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, মাইক্রোওয়েভ ওভেনের শক্তিকে কাজে লাগিয়ে মোবাইল ফোন চার্জ করা যাবে।
শক্তি অপচয় না করে নতুন কাজে তা ব্যবহারের প্রচেষ্টার ধারণাটি প্রথম আসে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার কাছ থেকে। ইউনিভার্সিটি অফ টোকিওর একদল গবেষক নতুন এ প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছেন।
প্রকৌশলী ইয়োশিহিরো কাওয়াহারা এ সম্পর্কে জানান, মাইক্রোওয়েভে তাপ উৎপাদনের সময় যে শক্তি অপচয় হয়, তা বেশ ভালোভাবেই কাজে লাগানো যায়। গবেষকরা একটি মেশিনের ডিজাইন তৈরি করেছেন, যেটি অপচয় হওয়া শক্তি থেকে পূণরায় ব্যবহারযোগ্য শক্তি উৎপাদন করবে।
এ জন্য হারভেস্টার নামের ডিভাইসটিতে একটি অ্যান্টেনা ব্যবহার করা হয়েছে, যেটি অতিরিক্ত শক্তি সংগ্রহ করতে পারবে। এতে অন্যপ্রান্তে সংযুক্ত তারের মাধ্যমে সেলফোন চার্জ করা যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।