অ্যান্ড্রয়েড দিয়ে এক কথায় বলতে গেলে সবকিছুই করা হচ্ছে। এটি লিনাক্স ভিত্তিক জনপ্রিয় মোবাইল প্ল্যাটফর্ম। বর্তমান ইন্টারনেট ব্যবহারকারীদের অনেকেই ল্যাপটপ ব্যবহার করে থাকে। আবার, অনেক মোবাইল ব্যবহারকারী রয়েছে যাদের মোবাইল ফোনে ওয়াইফাইয়ের অপশনটি থাকে। তারা সহজেই অ্যান্ড্রয়েড ফোনকে ওয়াইফাই হটস্পট হিসেবে ব্যবহার করতে পারবে।
স্মার্টফোনের এই ওয়াইফাই হটস্পটকে ব্যবহার করে সহজেই ইন্টারনেট সেবা পাওয়া সম্ভব খুব সহজেই। আর এজন্য যা করতে হবে:-
১. হোমস্ক্রিনে লং প্রেস করুন,
২. পপ উইন্ডো থেকে ‘উইগেট’স’ (Widgets) থেকে ডেটা কানেকশন-এ প্রেস করুন,
৩. সবার ডানদিকের চিহ্নটিতে প্রেস করুন,
ব্যস, চালু হয়ে গেলো ওয়াইফাই হটস্পট (WiFi Hotspot)।
হটস্পটকে সিকিউরিটি পাসওয়ার্ডও দিয়ে রাখতে পারেন। আর এজন্য,
১. সেটিংস্ (Settings)-এ প্রেস করুন,
২. ওয়্যারলেস এন্ড নেটওয়ার্কস(Wireless & Networks)-এ গিয়ে
৩. ‘টেথারিং এন্ড মোবাইল হটস্পট’ (Tethering & Mobile Hotspot) খেকে
৪. ‘মোবাইল ডব্লিউল্যান হটস্পট সেটিংস্’ (Mobile WLAN Hotspot Settings)-এ যান,
৫. ‘সিকিউরিটি’(Security) নামক ড্রপ-ডাউন মেন্যু থেকে
৬. ‘ডব্লিউপিএ২ পিএসকে’ (WPA2 PSK) সিলেক্ট করে,
৭. ইচ্ছামতো পাসওয়ার্ড দিয়ে সেভ করুন। ইচ্ছে হলে আপনি আপনার পছন্দনুযায়ী ওয়াইফাইয়ের নাম দিতে পারেন পাসওয়ার্ডের উপরে থাকা ‘নেটওয়ার্ক এসএসআইডি’ (Network SSID) বক্সে গিয়ে।
অ্যান্ড্রয়েড ভার্সন- 2.3.7
আমাদের ফেসবুক পেজ পিসি হেল্প (টিপস্ এন্ড ট্রিকস্)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।