আমাদের কথা খুঁজে নিন

   

যাদুমন্ত্রে আমি নাস্তানাবুদ হয়ে গেলাম।



যাদুমন্ত্রে আমি নাস্তানাবুদ হয়ে গেলাম। কী রকম যাদু __ যেখানে যাই, মানুষ মুখ ফিরিয়ে নেয়__ কিংবা মানুষগুলো ইঁদুরের মতোন স্বার্থপরতার গহবরে মুখ লুকোয় ; কিংবা ভিলেন ভিলেন আচরণ করে, আহা ! কী রকম যাদু আমার ভিতরে। আমি পরিস্কার আকাশ দেখে পথে পা বাড়ালাম আচমকা ঝঞ্ঝায় পণ্ড হলো ভ্রমণ। আমি বন্ধু ভেবে বাড়ালাম হাত__নিমিষেই তা শত্রুর উত্তাপিত বজ্রমুষ্টি হলো__ আমি ভালোবেসে দিলাম সদ্যফোটা প্রথম গোলাপ__সে আমাকে দীনহীন ভেবে পাত্তাই দিলোনা। কী রকম যাদু__বিশ্ববিদ্যালয় থেকে বেরুলাম সদ্য ওমনি সরকার নিয়োগ প্রক্রিয়া দুবছরের জন্য বন্ধ করে দিলো মন দিলাম আবহমান বাংলার মৃত্তিকামানবীরে__ সে অকস্মাৎ নাগরিক মানবী হয়ে গেলো ; আমি বন্ধুর হাতে রাখলাম মানবতার হাত__সে দুর্বলতা ভেবে করলো অভিসম্পাত। আমি ঘরে আনিলাম__স্বর্নগোধিকা__অজান্তেই ষোড়শি কন্যা হয়ে গেলো আমি ভালোবাসলাম__তোমাকে__অমনি তোমার ভিতর প্রতিস্থাপিত হলো অদৃশ্য এক মদনিকা যাদুমন্ত্রে আমি নাস্তানাবুদ হয়ে গেলাম। ০২.১০.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.