আমাদের কথা খুঁজে নিন

   

কালকিনিতে ডাকাতদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩

মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চর আলিমাবাদ গ্রামে গতকাল গভীর রাতে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি বাড়িতে ডাকাতিকালে ডাকাতদের সাথে গ্রামবাসীর সংঘর্ষে ৩ জন গ্রামবাসী গুরুতর আহত হয়েছেন। এ সময় দুই ডাকাতকে গ্রামবাসী গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। আহতদের গেৌরনদী আশোকাঠি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ থেকে ১০ জনের ডাকাতদল ৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই গ্রামের হাবিবুর রহমান খানের বাড়িতে হানা দিয়ে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। খবর পেয়ে গ্রামবাসী প্রতিরোধ করার চষ্টো করলে তাদের সাথে ডাকাতদের ঘন্টাব্যাপি সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এ সময় ডাকাতরা কুপিয়ে এনামুল হক সরদার (৪২), মতিউর রহমান (৫০) ও সালাম সরদারকে (৪৮) গুরুতর জখম করে। পরে ডাকাতরা বাধ্য হয়ে পালিয়ে যাওয়ার সময় মির্জা হাওলাদার (২০) ও সালাম খান (৪০) নামের দুই ডাকাতকে এলাকাবাসী ধরে ফেলেন এবং গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।
 
আটককৃত ডাকাতদের বাড়িতে সাহেবরামপুর ইউনিয়নের চর আলিমাবাদ গ্রামে। গেৌরনদী উপজেলা আশোকাঠি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
কালকিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা বলেন, এলাকাবাসি ডাকাতদের দু'জনকে ধরে থানায় দিয়েছে।

মামলার প্রস্তুুতি চলছে।
 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।