বুধবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে। ৯ অক্টোবর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে।
জিম্বাবুয়েতে সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন বিপিএলে ম্যাচ পাতানোয় জড়িত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত মোহাম্মদ আশরাফুল এবং জহুরুল ইসলাম, শাহরিয়ার নাফীস, শাহাদাত হোসেন, এনামুল হক জুনিয়র ও সাজেদুল ইসলাম।
এছাড়া প্রস্তুতি ম্যাচের ১২ জনের দলে রাখা হয়েছে অল রাউন্ডার সাকিব আল হাসানকে। চোটের কারণে গত দেড় মাস মাঠের বাইরে থাকার পর রোববার প্রিমিয়ার লিগে একটি ম্যাচ খেলেন তিনি।
৪ অক্টোবর থেকে এমএ আজিজ স্টেডিয়ামে তিন দিনের প্রস্তুতি ম্যাচটি শুরু হবে। এর আগে প্রস্তুতি ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
২১ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ।
বাংলাদেশের প্রথম টেস্টের দল:
মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ অধিনায়ক), এনামুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাঈম ইসলাম, মার্শাল আইয়ু্ব, নাসির হোসেন, রুবেল হোসেন, মমিনুল হক, রবিউল ইসলাম, সোহাগ গাজী ও আবদুর রাজ্জাক।
তিন দিনের ম্যাচের জন্য বিসিবি একাদশ: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, এনামুল হক, জিয়াউর রহমান, নাঈম ইসলাম, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, ফরহাদ রেজা, সাজেদুল ইসলাম, সৌম্য সরকার, মুক্তার আলী ও নূর হোসেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।