মনের কথা ব্লগে বলে ফেলুন,নয়তো মনে কথার বদহজম হবে
রেটিনা হচ্ছে চোখের অন্যতম একটি অংশ যা আলোকরশ্মি সংগ্রহ করে ছবি তৈরি করে এবং আমরা তা দেখি।
নানা জটিলতার জন্য অনেক সময় শিশু পূর্ণতা প্রাপ্তির আগেই ভূমিষ্ঠ করানোর প্রয়োজন হয় ।
চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে বর্তমানে এই প্রিম্যাচুয়র বা অপরিণত শিশুদের বাচিঁয়ে রাখা সম্ভব হয়।তবে সমস্যা হচ্ছে এই শিশুদের রেটিনা অপরিণত থাকে। অপর দিকে এদের বাচাঁতে অক্সিজেন সাপ্লাই এর প্রয়োজন হয়।কিন্তু সেই অক্সিজেন সরবরাহ করতে হবে মনিটরিং করে পরিমিতভাবে।যদি মনিটরিং করে পরিমিত অক্সিজেন না দেয়া হয় ;তখন নবজাতকের রেটিনা এবং এর আনুষাঙ্গিক রক্তনালীগুলো মারাত্নকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং তার ফলশ্রুতিতে সে আজীবনের জন্য অন্ধত্ব বরণ করতে পারে ।তাই কোন কারণে যদি অপরিণত সময়ে শিশু ভূমিষ্ঠ করানোর প্রয়োজন হয়;তবে যে হাসপাতালে ভূমিষ্ঠ হবে তাদের অপরিণত শিশু পরিচর্যার ব্যবস্থা আছে কিনা এবং তাতে প্রশিক্ষিত চিকিৎসক / নার্স আছে কিনা জেনে নিয়ে সিদ্ধান্ত নিন।
hollows.org.au
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।